তিন দিনের নাটকীয়তা শেষে যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন কেভিন ম্যাকার্থি। নিজ দল রিপাবলিকান পার্টির কিছু সদস্যের আপত্তির কারণে টানা ১৪ বার ভোট আয়োজন করেও স্পিকার হতে পারেননি তিনি। অবশেষে ১৫ বারের চেষ্টায় মার্কিন পরিষদের নতুন স্পিকারের দায়িত্ব পেলেন ম্যাকার্থি।

গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠতা পায় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। এরপর নতুন  স্পিকার হিসেবে কেভিন ম্যাকার্থিকে মনোনয়ন দেয় দলটি। কিন্তু দলের কয়েকজন তার বিরুদ্ধে অবস্থান নেন। তবে সমঝোতার পর ম্যাকার্থিকে ভোট দেন তারা।

এদিকে যুক্তরাষ্ট্রে প্রতিনিধি পরিষদের স্পিকারের পদটি বেশ গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের কিছু হলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন স্পিকার। সাধারণত পরিষদের কার্যক্রম এবং আইনগত দিকগুলো দেখেন স্পিকার।

এদিকে স্পিকার নির্বাচিত হওয়ার পর কেভিন ম্যাকার্থি টুইটে লিখেছেন, ‘আমি আশা করি এ সপ্তাহে একটি বিষয় পরিষ্কার হয়ে গেছে: আমি কখনো হাল ছাড়ব না। যুক্তরাষ্ট্রের জনগণ, আপনাদের জন্য কখনো হাল ছাড়ব না।’

নির্বাচিত হওয়ার পর কেভিন ম্যাকার্থিকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, রিপাবলকানদের সঙ্গে একসঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তিনি। বাইডেন বলেছেন, ‘আমেরিকার জনগণ আশা করে রিপাবলিকানরা এমনভাবে সরকার পরিচালনা করবে যেখানে জনগণের স্বার্থ সবকিছুর উর্ধ্বে থাকবে। এখন আমাদের এটিই করা প্রয়োজন।’

সূত্র: বিবিসি

এমটিআই