দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে বেড়েই চলছে সোনার দাম। দেশটিতে গত কয়েকদিনে বাড়তে থাকা এ দাম আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বুধবার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে জানায়, এদিন সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৬০০ রুপি ছুঁয়েছে। পাকিস্তানে এর আগে কখনো সোনার দাম এত বাড়েনি। অন্যদিকে ১০ গ্রামের সোনার বারের দাম বেড়ে হয়েছিল ১ লাখ ৬১ হাজার ৬৯৪ রুপি।

অল-পাকিস্তান সারাফা জেমস এন্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (এপিএসজিজেএ) বরাতে জিও জানিয়েছিল, এদিন প্রতি ভরি সোনার দাম ৯০০ রুপি বৃদ্ধি পায়।

অবশ্য রেকর্ড ভাঙার পর আবার কিছুটা শীতল হতে শুরু করেছে সোনার বাজারের উত্তাপ। টানা দুইদিন আবার অল্প অল্প করে কমেছে দাম।

• আরও পড়ুন: কানাডার ভিসা পাবেন যেভাবে 

শনিবার (৭ জানুয়ারি) সংবাদমাধ্যম পাকিস্তান অবজারভার এক প্রতিবেদনে জানিয়েছে, এদিন সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৭০০ রুপিতে নেমে আসে। আর ১০ গ্রাম সোনার বারের দাম দাঁড়ায় ১ লাখ ৫৭ হাজার ৪৯৩ রুপি।

মূলত ডলারের বিপরীতে পাকিস্তানের মুদ্রার মান কমতে থাকায় সোনার দাম এরকম অস্বাভাবিক বেড়েছে। পাকিস্তানি স্বর্ণ ব্যবসায়ীদের আশঙ্কা এ দাম ২ লাখ রুপি ছুঁতে পারে।

বাজার পর্যবেক্ষকরা বলছেন, বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক পাওনারদের ৬ থেকে ৮ বিলিয়ন ডলারের প্রবাহ পাকিস্তানের সোনার বাজারে বিস্ফোরণ ঘটাবে।

• আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন যেভাবে

পাকিস্তানে ডলারের বিপরীতে রুপির দাম কমতে থাকায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য সোনার দাম আরও কমেছে বলে জানিয়েছে জিও নিউজ।

সূত্র: জিও টিভি।

এমটিআই