শশী থারুর, ফাইল ছবি

রাজনৈতিক প্রজ্ঞা ও দক্ষতার পাশাপাশি ইংরেজি ভাষায় পাণ্ডিত্যের জন্যও খ্যাতি আছে কংগ্রেসের জেষ্ঠ্য নেতা শশী থারুরের; এই খ্যাতির জের এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দৌলতে একটি ছুটির দরখাস্ত ঘিরে মজার এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

টুইটারে ইতোমধ্যে সেই দরখাস্তটি ভাইরাল হয়েছে। শশী থারুর নিজের টুইটার অ্যাকাউন্টেও শেয়ার করেছেন সেটির ভাইরাল কপি।

মূলত ঘটনাটি ঘটিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবট চ্যাটজিপিটি। নামে রোবট হলেও এটি আসলে যে কোনো নির্দেশ বা সমস্যা লিখিত ভাবে (চ্যাটিং) গ্রহণ করে এবং তার আউটপুটও প্রদান করে লিখিতভাবেই। এজন্য এ ধরনের রোবটকে চ্যাটবটও বলা হয়।

আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি কোনো এক ভারতীয় ব্যবহারকারী তার চ্যাটজিপিটিকে শশী থারুরের ইংরেজির আদলে একটি ছুটির দরখাস্ত লেখার নির্দেশ দিয়েছিলেন। তার লিখিত নির্দেশটি ছিল— ‘আমার জন্য একটি ছুটির দরখাস্তের প্যারাগ্রাফ লিখুন। প্যারাগ্রাফের মূল বিষয় থাকবে— মানসিকভাবে যথেষ্ট সাড়া না পাওয়ার কারণে আমি আগামীকাল অফিসে যেতে পারব না। শশী থারুরের ইংরেজির স্টাইল অনুসরণ করে প্যারাগ্রাফটি লিখবেন।’

নির্দেশ পাওয়ার পর সেই অনুযায়ী আউটপুট দিয়েছে চ্যাটজিপিটি। সেই আউটপুট সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ারও করেছেন ওই ব্যবহারকারী।

আউটপুটে ইংরেজি ভাষায় চ্যাটজিপিটি যে প্যারাগ্রাফটি লিখেছে, সেটির বাংলা অনুবাদ অনেকটা এরকম, ‘এই যে আমি এখানে বসে আছি, দেখছি ঘড়ির কাঁটা দৃপ্তভাবে এগিয়ে চলছে, এবং তা দেখতে দেখতেই নিজের ভেতরে এক ধরনের কম্পন বোধ করছি আমি। এ কম্পনের গতিবিধি, প্রিয় সহকর্মীরা, আমার কাছে মোটেও সুখকর বোধ হচ্ছে না। অনুভবের সীমানা যেখানে শেষ হয়, সেখান থেকে শুরু হওয়া এক বিষন্নতার কুয়াশায় আজ বাতাস ভারাক্রান্ত। এক ধরনের অস্থিরতার অনুভূতি আমার স্বত্ত্বাকে ঘিরে ধরেছে, গ্রাস করতে উন্মুখ হয়ে উঠেছে। আমার মনে হচ্ছে, এ অবস্থায় আগামীকাল যদি অফিসের উদ্দেশে আমি বাড়ির বাইরে বের হই, তাহলে আমার অবস্থা হবে ডাঙায় ছটফট করতে থাকা সেই মাছটির মতো, যার গোটা জীবন কেটেছে অবসাদের সাগরে সাঁতার কেটে।’

‘এ কারণে, হে আমার প্রিয় সহকর্মীরা, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের বলছি— আগামী কাল আমি ছুটিজনিত কারণে অনুপস্থিত থাকতে চাই। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ— আমার দুর্দশার ব্যাপারটি দয়া করে বোঝার চেষ্টা করুন। হৃদয়ের যে কম্পনের কারণে আজ (আমার) এ অবস্থা, তার ধরন অনেকটা দুষ্টু প্রেমিকার মতো। কখন সে (কম্পন) কোন দিকে মোড় নেবে— তার আঁচ পাওয়ার কোনো উপায়ই নেই। বিদায় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।’

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে চ্যাটজিপিটির এই আউটপুট আসার পর  রীতিমতো ভাইরাল হয়ে গেছে সেটি। অনেকেই এই ‘নান্দনিক’ ছুটির দরখাস্ত দেখে মজা পেয়েছেন এবং তাদের দলে আছে স্বয়ং শশী থারুরও।

নিজের টুইটার অ্যাকাউন্টে সেই আউটপুটের অনুলিপি শেয়ার করেছেন শশী; এবং ক্যাপশনে লিখেছেন, ‘এটা খুবই মজার। তবে আমার মনে হয় না আমি কখনও এভাবে কোনো ছুটির দরখাস্ত লিখব।’

এসএমডব্লিউ