টেলিভিশনে দেখা বিজ্ঞাপনই কাল হলো। ১৪ বছর বয়সী ছোট্ট মেয়ে বন্ধ ঘরে, চারদিকে সুগন্ধি উড়িয়ে মাখতে গিয়ে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ল। 

অন্য পাঁচটি দিনের মতোই স্নান সেরে, পোশাক পরার আগে গায়ে ডিওডোরেন্ট মাখছিল সুস্থ কিশোরী জর্জিয়া গ্রিন। অটিজমে আক্রান্ত জর্জিয়া হঠাৎ অচেতন হয়ে পড়ায় বাবা-মা তাকে ধরে বিছানায় শুইয়ে দিতে যায়। তখনই তাদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। 

সাধারণ গায়ে মাখার ডিওডোরেন্ট থেকে এমন ঘটনা কী করে ঘটল? চিকিৎসকদের মতে, এই ধরনের সুগন্ধিতে থাকা বিষাক্ত রাসায়নিক এবং গ্যাস থেকে মৃত্যুর ঘটনা নতুন নয়। তাই এই জাতীয় প্রসাধনীগুলো শিশুদের হাতের নাগাল থেকে দূরে রাখতে বলা হয়।

হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

১) হঠাৎ যদি বুকের বাঁ দিকে চেপে ধরার মতো অনুভূতি হয়, তখনই সতর্ক হতে হবে।

২) শ্বাসকষ্ট হলে বা বুক ধড়ফড় করলে সাবধান হওয়া উচিত।

৩) এছাড়া যদি হঠাৎ অস্বাভাবিক ভাবে ঘাম দিতে শুরু করে বুঝতে হবে হার্টে কোনও সমস্যা থাকলেও থাকতে পারে।

কেএ