শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড হয়েছে তুরস্কের একটি অংশ। স্থানীয় সময় ভোরের দিকে, বেশিরভাগ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন তখন এ ভূমিকম্প আঘাত হানে। 

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর। সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭। 

বাংলাদেশ সময় সকাল ১০টায় এ প্রতিবেদন লেখার সময় ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৭। আহত হয়েছেন বহু মানুষ।  

সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসের কম্পন অনুভূত হয়েছে।  

তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। ১৯৯৯ সালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানা একটি ভূমিকম্পে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। 

আজকের এই ভূমিকম্প পুরোনো সেই ভয়াবহ দিনের স্মৃতি নতুন করে জাগিয়ে তুললো।

বিবিসির একজন প্রডিউসার রুশদি আবুলৌফ জানিয়েছেন তিনি গাজা উপত্যকায় যেখানে ছিলেন সেখানে অন্তত ৪৫ সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে। 

এনএফ