ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে সব ক্লাব ফুটবল খেলা স্থগিত করেছে টার্কিশ ফুটবল ফেডারেশন। এক টুইট বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

টুইটে বলা হয়েছে, নির্ধারিত সব প্রতিযোগিতা ভূমিকম্পের কারণে স্থগিত করা হয়েছে।

আমরা আমাদের নাগরিকদের জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যারা ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন যা আমাদের দেশকে শোকের মধ্যে নিমজ্জিত করেছে, তাদের পরিবার, আত্মীয়স্বজন এবং আমাদের জাতির প্রতি আমাদের সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি, টুইটে উল্লেখ করেছে ফেডারেশন কর্তৃপক্ষ।

এদিকে ভয়াবহ এ ভূমিকম্পের ঘটনায় নিখোঁজ রয়েছেন ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিউক্যাসল জানিয়েছে, ‘ক্রিশ্চিয়ান আতসুর জন্য প্রার্থনা করুন। যেন কিছু ভালো খবর পাওয়া যায়।’

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ১৭ মিনিটে সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এ রিপোর্ট লেখার সময় ভূমিকম্পে ২ হাজার ৭২৪ জনের প্রাণহানির খবর জানিয়েছে সিএনএন। এছাড়া প্রাণহানির ঘটনায় তুরস্কে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। 

জেডএস