টমি হিলফিগারের পুরস্কার জিতল বাংলাদেশের ‘মনের বন্ধু’
বিশ্বের শীর্ষস্থানীয় পোশাক ব্র্যান্ড টমি হিলফিগারের চতুর্থ ‘ফ্যাশন ফ্রন্টিয়ার চ্যালেঞ্জ’-এর পুরস্কার জিতেছে বাংলাদেশের মানসিক স্বাস্থ্য সহায়তা সংস্থা মনের বন্ধু। সামাজিক ক্ষেত্রে অবদান রাখায় এ পুরস্কার পেয়েছে সংস্থাটি।
টমি হিলফিগারের পক্ষ থেকে বলা হয়েছে, মনের বন্ধু সাশ্রয়ী মূল্যে বাংলাদেশিদের মানসিক স্বাস্থ্য সহায়তা দিয়ে থাকে। বিশেষ করে গার্মেন্টস কর্মী, নারী এবং তরুণদের সহায়তা করে থাকে তারা।
বিজ্ঞাপন
মনের বন্ধু ছাড়াও টমি হিলফিগারের পুরস্কার পেয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা কোয়ালা। পুরস্কার হিসেবে মনের বন্ধুকে ১ লাখ ইউরো দেওয়া হয়েছে। অপরদিকে কোয়ালা পেয়েছে ১ লাখ ১৫ হাজার ইউরো।
২০২২ সালের মার্চ মাসে টমি হিলফিগারের চতুর্থ ‘ফ্যাশন ফ্রন্টিয়ার চ্যালেঞ্জ’ প্রতিযোগিতা শুরু হয়। সারা বিশ্বের ২৫০টি সামাজিক সংস্থা এতে আবেদন করে। এই প্রতিযোগিতায় অংশ নেওয়া সংস্থাগুলো হিলফিগারের বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করে। যেখানে তারা তাদের কার্যক্রমের সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয়গুলো উত্থাপন করে এবং বাস্তবিক সমাধান খুঁজে বের করে। এরপর সেগুলো একটি বিশেষজ্ঞ দলের কাছে তুলে ধরে ভুলগুলো শুধরে নেয়।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) টমি হিলফিগারের আমস্টারডামের প্রধান কার্যালয়ে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। যেখানে মনের বন্ধুসহ পাঁচ শীর্ষ প্রতিযোগী সংস্থা তাদের ব্যবসায়িক ধারণা একটি জুরি বোর্ডের কাছে তুলে ধরে। ওই জুরি বোর্ডই বিজয়ী নির্ধারণ করে।
টমি হিলফিগার এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের অন্যতম বড় প্রতিষ্ঠান হিসেবে নতুন সংস্থাগুলোকে এগিয়ে নিয়ে যেতে তাদের একটা দায়িত্ব আছে। আর এ দায়িত্ববোধ থেকেই এ ধরনের আয়োজন করে থাকে তারা।
টমি হিলফিগার আরও জানিয়েছে, ফ্যাশন ও পোশাক শিল্পকে উন্নত করতে আরও কাজ করতে হবে।
সূত্র: ডব্লিউডব্লিউডি
এমটিআই