হালকা যুদ্ধবিমান রপ্তানির দিকে এগোচ্ছে ভারত, লক্ষ্য চার দেশ
নিজেদের তৈরি হাল্কা যুদ্ধবিমান অন্য দেশের কাছে বিক্রির চেষ্টা করছে ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)।
মঙ্গলবার কোম্পানিটির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর সি বি অনন্তকৃষ্ণান জানিয়েছেন, চারটি দেশকে টার্গেট রেখে বিমান বিক্রির আলোচনা করছে হিন্দুস্তান অ্যারোনটিক্স। এর মধ্যে মালয়েশিয়ায় হেরে যেতে পারে কোম্পানিটি।
বিজ্ঞাপন
ভারতের বৃহত্তম এভিয়েশন ইভেন্ট ‘অ্যারো ইন্ডিয়া ২০২৩’ চলাকালীন এক সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সি বি অনন্তকৃষ্ণান বলেন, মালয়েশিয়া প্রায় ১৬টি বিমান অর্ডারের জন্য তেজস লাইট ফাইটার জেটকে অন্তর্ভুক্ত করেছে। একই বিমান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টিনা, মিশর ও বতসোয়ানা।
বিজ্ঞাপন
এদিকে মালয়েশিয়ায় হাল্কা যুদ্ধবিমান বিক্রির ক্ষেত্রে কোরিয়ান এক কোম্পানির সাথে প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছে ভারতীয় এ কোম্পানি।
এ ব্যাপারে অনন্তকৃষ্ণান জানান, আমরা এখনো লিখিত কোনো আদেশ পায়নি, তবে শুনছি যে কোরিয়ানরা অর্ডার পাবে। এছাড়াও ফিলিপাইনের সঙ্গে হালকা-কমব্যাট হেলিকপ্টার বিক্রির জন্যও আলোচনা চলছে।
এইচএএলের পরিচালক জয়দেব ইপি বলেছেন, আগামী কয়েক বছরে ২৫ বিলিয়ন ভারতীয় রুপির সমপরিমাণ বিমান রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতিরক্ষা খাতে গত কয়েক দশক ধরে বিশ্বের বৃহত্তম আমদানিকারকদের মধ্যে একটি দেশ ভারত। তবে সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপী অস্ত্র রপ্তানির দিকে মনোযোগ দিয়েছে দেশটি।
আগামী দুই বছরে বার্ষিক প্রতিরক্ষা রপ্তানির মূল্য ৫ বিলিয়ন ডলারের তিনগুণ বেশি করার উচ্চাকাঙ্ক্ষা নির্ধারণ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার মোদি জানিয়েছেন, তেজস রপ্তানির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত সরকার।
এমজে