চীনের সামরিক গ্রেডের লেজার, ফিলিপাইনের পাশে যুক্তরাষ্ট্র
চীনা একটি কোস্টগার্ড জাহাজের বিরুদ্ধে ফিলিপাইনের কোস্টগার্ড জাহাজ লক্ষ্য করে সামরিক গ্রেডের লেজার ব্যবহারের যে অভিযোগ উঠেছিল, সে বিষয়ে ফিলিপাইনের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।
চীনের এ আচরণকে উসকানিমূলক বলেও আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্র।
বিজ্ঞাপন
গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে এই লেজার ব্যবহারের অভিযোগ ওঠে চীনের বিরুদ্ধে। এতে ফিলিপাইনের জাহাজটির একজন সাময়িক অন্ধ হয়ে যান।
এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, চীনা কোস্টগার্ডের আচরণ উত্তেজক এবং অনিরাপদ ছিল। যুক্তরাষ্ট্র আমাদের ফিলিপাইনের মিত্রদের পাশে দাঁড়িয়েছে।
বিজ্ঞাপন
সোমবার ফিলিপাইন কোস্টগার্ড জানায়, স্প্র্যটলি দ্বীপপুঞ্জের দ্বিতীয় থমাস শোল থেকে প্রায় ২০ কিলোমিসটার দূরে গত ৬ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটে। সেখানে ফিলিপাইনের নৌ সেনারা অবস্থান করছিল।
প্রাইস বলেন, চীনের বিপজ্জনক অভিযানমূলক আচরণ সরাসরি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে এবং দক্ষিণ চীন সাগরে নৌচলাচলের স্বাধীনতাকে লঙ্ঘন করেছে।
এনএফ