অমিতাভ বচ্চনের বাড়ি ‘প্রতীক্ষা’র সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন এক অটোরিকশা চালক। এক নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন তিনি। ঘটনাটি প্রকাশ্যে এলে ২৪ ঘণ্টা পার হওয়ার পর তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১০টার পর অভিনেতার বাংলোর সামনে শ্লীলতাহানির এই ঘটনা ঘটে। 

ভারতীয় পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাত ১০টার পর জুহু এলাকার ১০ নম্বর রোডের কাছে দাঁড়িয়ে ছিলেন এক নারী। সেসময় ওই অটোচালক তার সামনে দাঁড়ান। তখন তিনি ওই নারীর শ্লীলতাহানির চেষ্টা করেন। পরে ওই নারীর চিৎকারে অটোরিকশা নিয়ে পালিয়ে যান অভিযুক্ত অজয় ওয়াঘেলা নামের ওই চালক। 

এরপর জুহু থানায় অভিযোগ জানান ওই নারী। পরে এ ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ নম্বর ধারায় এফআইআর নথিভুক্ত করা হয়। ঘটনার ২৪ ঘণ্টা পর গ্রেপ্তার হন ওই অটোরিকশা চালক।

কেএ