পাকিস্তান-আফগানিস্তানের মূল সীমান্তপথ তোরখাম বর্ডার ক্রসিং বন্ধ করা হয়েছে। সোমবার সেই সীমান্ত এলাকায় গুলির আওয়াজও শোনা গেছে।

দু’দেশের সরকারি পর্যায় থেকে এ পর্যন্ত এ সম্পর্কে কোনো বিবৃতি দেওয়া হয়নি। রয়টার্স পাকিস্তান ও আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগও করেছিল, তারাও এ এ সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি।

তবে আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের দুই সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সীমান্ত বন্ধ থাকার ব্যাপারটি রয়টার্সকে নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, রোববার সন্ধ্যার পর থেকেই থেকেই বন্ধ আছে তোরখাম ক্রসিং। গোলাগুলির শব্দ পাওয়া গেছে সোমবার ভোরের দিকে।  

তোরখাম সীমান্ত সংলগ্ন পাকিস্তানের লান্ডি কোটাল শহরের বাসিন্দা মোহাম্মদ আলি শিনওয়ারি রয়টার্সকে বলেন, ‘আমরা ভোরবেলায় বন্দুকের গুলির শব্দে উঠেছি। প্রথমে ভয় পেয়েছিলাম— (দু’দেশের মধ্যে) যুদ্ধ শুরু হয়ে গেল কিনা।’

মূলত ভৌগলিক ভাবে পৃথক করেছে পাকিস্তান ও আফগানিস্তানকে মূলত ভৌগলিকভাবে পৃথক করেছে খাইবার পাখতুনখোয়া এলাকার উত্তরাঞ্চলীয় পার্বত্য এলাকা খাইবার গিরিখাত। গিরিখাত সংলগ্ন প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ তোরখাম ক্রসিং দুই দেশের মধ্যকার প্রধান সীমান্তপথ। এই ক্রসিংয়ের একপ্রান্তে পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশ, অপরপ্রান্তে আফগানিস্তানের নানগাহার প্রদেশ। সাধারণ সময়ে দিনরাত ২৪ ঘণ্টা যাত্রী ও পণ্যবাহী যানবাহন ও মানুষের আনাগোনায় মুখর থাকে এই তোরখাম ক্রসিং।

কিন্তু ঠিক কী কারণে কোনো প্রকার পূর্বঘোষণা না দিয়ে সীমান্ত বন্ধ করা হলো— জানতে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তারাও কোনো মন্তব্য করেননি।

নানগাহার পুলিশের দুই কর্মকর্তা বলেছেন, ‘সীমান্ত বন্ধ আছে। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য আমরা পরে জানাতে পারব।’

গত ৩০ জানুয়ারি খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের সুরক্ষিত এলাকা রেড জোনের একটি মসজিদে জোহরের নামাজ চলার সময় ভয়াবহ বোমা হামলা ঘটে। প্রায় ১০০ জন মানুষ আহত হয়েছিলেন সেই হামলায়, আহত হয়েছিলেন ২ শতাধিক। হতাহতদের ৯০ শতাংশই প্রাদেশিক পুলিশের কর্মকর্তা ও সদস্য।

এই ঘটনার ২৪ ঘণ্টা পর হামলার দায় স্বীকার করে বিবৃতিতে কট্টরপন্থী ইসলামীগোষ্ঠী তালেবানের পাকিস্তানি শাখা তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)। গত বছর আফগানিস্তানে তালেবান বাহিনী ক্ষমতায় আসার পর থেকে টিটিপিও ‘নতুন উদ্যমে’ তাদের সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বর্তমানে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে জার্মানি অবস্থান করছেন। রোববার এক বক্তব্যে তিনি বলেন— আফগানিস্তানের মাটি বর্তমানে সন্ত্রাসবাদের বিস্তারের জন্য ব্যবহৃত হচ্ছে এবং অদূর ভবিষ্যতে এ ব্যাপারটি বিশ্বের জন্য হুমকি হয়ে দেখা দিতে পারে।

তার এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই বন্ধ হলো পাক-আফগান মূল সীমান্তপথ তোরখাম ক্রসিং।

এসএমডব্লিউ