প্রতীকী ছবি

তরুণীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন তার লিভ-ইন পার্টনার। টানা ১০ দিন হাসপাতালে লড়াইয়ের পর সোমবার (২০ ফেব্রুয়ারি) ওই তরুণীর মৃত্যু হয়। ভারতের রাজধানী নয়াদিল্লিতে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, তরুণীর পরিবারের পক্ষ থেকে তার লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী, মাদক সেবনকে কেন্দ্র দুজনের মধ্যে বাগ-বিতণ্ডা শুরু হয়। এরপর তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেন লিভ-ইন পার্টনার। জানা গেছে তার নাম মোহিত। 

সূত্রের খবর, গত ৬ বছর ধরে দু’জনে লিভ-ইন সম্পর্কে ছিলেন। মোহিতের বন্ধুর বাড়িতে মাদক সেবনকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। তার পরেই তার গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ। 

কেএ