নেপালের সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি

মাত্র দু’মাস যেতে না যেতেই নেপালের মাওপন্থী নেতা পুষ্প কমল দাহাল (প্রচণ্ড) নেতৃত্বাধীন জোট  সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে জোট শরিক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অব নেপাল—ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল)।

সোমবার রাজধানী কাটমান্ডুতে সিপিএন-ইউএমএলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন দলের ভাইস চেয়ারম্যান বিষ্ণু পাউদেল। তিনি জানান, দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আগামী ৯ মার্চ দেশটির প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। তার মাত্র দু’সপ্তাহ আগে সরকার থেকে নিজেদের সমর্থন প্রত্যাহারের জন্য প্রধামন্ত্রী পুষ্প কমল দাহালের নেতৃত্বকে দায়ী করেছেন সিপিএন-ইউএমএলের ভাইস চেয়ারম্যান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে কাজ করছেন বা সরকারের নেতৃত্ব দিচ্ছেন— তা নিয়ে ইতোমধ্যে তিনি ও তার দলের সঙ্গে আমাদের বিরোধ দেখা দিয়েছে। এ কারণে আমরা সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

নেপালের রাজনীতি বিশ্লেষকরা জানিয়েছেন, পার্লামেন্টের প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেসের বর্ষীয়ান নেতা রামচন্দ্র পাউদেলের সঙ্গে ঘনিষ্টতা বাড়াচ্ছেন প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। এই নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে টানাপোড়েনের জেরেই সরকার থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সিপিএন-ইউএমএল।