একটি বড় তহবিল থেকে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের ঋণে ছাড়পত্র পেল আদানি গ্রুপ। দুটি সূত্রে এ খবর পাওয়া গেছে। এই তহবিল থেকে ক্রেডিট লাইন বাবদ ঋণের অঙ্ক ৫ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত বাড়ানো যেতে পারে। বিনিয়োগকারীদের উদ্দেশে প্রকাশিত এক মেমোর উল্লেখ করে দুই সূত্র এমনটাই জানিয়েছে।

তবে ঠিক কোথা থেকে এই ঋণ নেওয়া হচ্ছে, তার উল্লেখ করা হয়নি ওই মেমোতে। আদানির একজন মুখপাত্রের কাছে এই বিষয়ে রয়টার্সের পক্ষ মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও তিনি কোনো উত্তর দেননি।

গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টের পর থেকে আদানি গোষ্ঠী শেয়ার বাজার থেকে ১৪০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি লোকসান করেছে।

উক্ত রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বেনামে সংস্থা খুলে শেয়ার কিনে কৃত্রিমভাবে চাহিদা বাড়ানোর অভিযোগ তোলা হয়। সেই সঙ্গে বিপুল ঝুঁকিপূর্ণ ঋণের বোঝা রয়েছে বলে উল্লেখ করা হয়। যদিও আদানি গোষ্ঠী বারবার এই অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা বলে দাবি করেছে। তা সত্ত্বেও আদানি গোষ্ঠীর শেয়ারে ধস আটকায়নি।

ওএফ