যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ক শীর্ষ ধনী তালিকার শীর্ষ স্থান থেকে আবারও ছিটকে গেছেন।

মাত্র দুই দিন (৪৮ ঘণ্টা) আগে (২৮ ফেব্রুয়ারি) ১৮৭ দশমিক ১ বিলিয়ন ডলারের মালিক হয়ে তালিকার শীর্ষে ওঠে এসেছিলেন মাস্ক।

অপরদিকে প্রথম স্থান থেকে দ্বিতীয়স্থানে নেমে যান ফরাসি লাক্সারি ব্র্যান্ড এলভিএমএইচের সিইও বার্নাড আরনল্ট। ওই সময় তার সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছিল ১৮৫ দশমিক ৩ বিলিয়ন ডলার।

মূলত টেসলার শেয়ারের দাম বাড়ার পর শীর্ষস্থানে ওঠে এসেছিলেন মাস্ক। কিন্তু টেসলার শেয়ার আবার ৫ শতাংশ কমে যাওয়ার পর তার সম্পত্তির পরিমাণও কমে যায়।

বিলিওনিয়ারদের খোঁজ খবর রাখা সংবাদমাধ্যম ফরচুন জানিয়েছে, বুধবার টেসলার শেয়ার ৫ শতাংশ কমার পর একদিনে মাস্কের সম্পত্তির পরিমাণ ১ দশমিক ৯১ বিলিয়ন ডলার কমে যায়। এতে তার সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ১৮৪ বিলিয়ন। অপরদিকে ফরাসি ব্যবসায়ী বার্নাড আরনল্টের সম্পত্তির পরিমাণ বেড়ে ১৮৬ বিলিয়ন ডলারে পৌঁছায়। এতে করে বার্নার্ড শীর্ষে চলে আসেন।

ইলন মাস্ক প্রথমবারের মতো শীর্ষ ধনীর তালিকা থেকে ছিটকে যান ২০২২ সালের ডিসেম্বরে। গত বছর টেসলার শেয়ারে ৬৫ শতাংশ দরপতন হওয়ার পর অস্বাভাবিকভাবে মাস্কের সম্পত্তি কমে। এতে ধনীর তালিকার প্রথম স্থান থেকে তার নাম দ্বিতীয় স্থানে নেমে যায়।

বিশ্বের ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি ২০০ বিলিয়ন ডলারের ওপর সম্পত্তি হারিয়েছেন। তবে টেসলা সেই দুঃসময় পার করে এসেছে।

সূত্র: এনডিটিভি

এমটিআই