হামলাকারী যুবক রবার্ট অ্যারন লং

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় ম্যাসাজ পার্লারে বন্দুক হামলায় ৮ জন নিহতের ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পুলিশ। এছাড়া হামলায় নিহতদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে। গত মঙ্গলবার শহরের তিনটি ম্যাসাজ পার্লারে পৃথক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

হামলায় নিহত ৮ জনের মধ্যে ৬ জনই এশিয়ান নারী। অবশ্য বর্ণবাদী বিদ্বেষ থেকে এই হামলা হয়েছে কি না, সেটা নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলার পরদিন বুধবার নিহত চারজনের নাম প্রকাশ করে পুলিশ। হামলাকারীর বিরুদ্ধে অস্ত্র নিয়ে হামলা ও একাধিক হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পৃথক তিনটি হামলা হলেও হামলাকারী একজনই। হামলার পর স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ ঘটনাস্থল থেকে ২৪০ কিলোমিটার দূরে, দক্ষিণ জর্জিয়ার চেরাকি কাউন্টির উডস্টকে গ্রেফতার করা হয় ২১ বছর বয়সী রবার্ট অ্যারন লংকে। হামলার কারণ এখনও স্পষ্ট না-হলেও গোয়েন্দাদের ধারণা, এটি পুরোপুরি বর্ণবিদ্বেষমূলক ঘটনা।

চেরোকি কাউন্টির শেরিফের ফ্রাংক রেনল্ড জানিয়েছেন, হামলাকারী ওই যুবক যৌন আসক্ত।

শেরিফ অফিসের মুখপাত্র ক্যাপ্টেন জে বেকার জানিয়েছেন, ‘তার একটা সমস্যা আছে। সে নিজেই এটা যৌন আসক্তি বলে উল্লেখ করেছে। হামলার শিকার হওয়া ম্যাসাজ পার্লারগুলোতে হয়তো তার এ ধরনের কোনো সেবা পাওয়ার প্রলোভন ছিল।’

গণমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রে এ ধরনের ম্যাসাজ পার্লারগুলো সাধারণত মাঝেমধ্যেই যৌন সেবা দিয়ে থাকে। তবে হামলার শিকার হওয়া পার্লারগুলো এ ধরনের সেবা প্রদান করতো কি না- সে ব্যাপারে এখনও কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহত আটজনের মধ্যে এখন পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে। তাদের নাম, অ্যাশলে ইয়ায়ুন (৩৩), পল অ্যান্ড্রেস মাইকেলস (৫৪), জিয়াওজি ইয়ান (৪৯) এবং দাউইউ ফেঙ (৪৪)। এছাড়া হামলায় আহত ব্যক্তির নাম এলসিয়াস হার্নান্দেজ-ওর্তিজ বলে জানানো হয়েছে।

বুধবার (১৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, ম্যাসাজ পার্লারে হামলা ও গুলি চালানোর কথা স্বীকার করেছে রবার্ট অ্যারন লং। তবে বর্ণবাদী কোনো বিদ্বেষ থেকে এই হামলা চলানো হয়নি বলে দাবি করেছে সে।

গত মঙ্গলবার বিকেল পৌনে ৬টার দিকে ম্যাসাজ পার্লারে হামলার খবর পান আটলান্টার পুলিশ কর্মকর্তারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাশাপাশি দুটি ম্যাসাজ পার্লারে গুলির ঘটনা ঘটেছে বলে জানতে পারে। এর মধ্যে একটি পার্লারে তিনজন এবং অপর একটিতে এক নারী গুলিতে নিহত হয়েছিলেন।

এই ঘটনার আগে বিকেল ৫টার দিকে আটলান্টা থেকে প্রায় ৩০ মাইল (৫০ কিলোমিটার) উত্তরে অ্যাওয়ার্থের ইয়াং এশিয়ান ম্যাসাজ পার্লারে ৫ জনকে গুলি করা হয়। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। পরে তিনজনকে একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে ২ জন মারা যান।

কেন বা কী উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে, তা এখনও পরিষ্কার নয়। তবে এশিয়ান-আমেরিকান বিদ্বেষমূলক অপরাধের ঘটনা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে। এশিয়ান লোকজনের কারণে কোভিড-১৯ রোগের বিস্তার ঘটেছে বলে একটি ধারণা এসব বিদ্বেষের পেছনে ভূমিকা রেখেছে বলে মনে করা হয়।

গত সপ্তাহেই একটি ভাষণে প্রেসিডেন্ট জো বাইডেন এরকম হামলার নিন্দা জানিয়েছিলেন।

সূত্র: বিবিসি

টিএম