বেশ কয়েক মাস স্থিতিশীল থাকার পর ভারতের ছয় রাজ্যে ফের বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। এই রাজ্যগুলো হলো মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, তামিলনাড়ু, কেরালা এবং কর্ণাটক।

বুধবার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে এই ছয় রাজ্যের সরকারকে।  চিঠিতে রাজ্যগুলোতে করোনা টেস্ট, চিকিৎসা, ট্র্যাকিং ও টিকাদান কর্মসূচিতে জোর দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ছয় রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ হাজার ৬২৩ জন। তার মধ্যে বুধবারই আক্রান্ত হয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ।

গত বছর শীতের আগে থেকে ভারতে কমে আসছিল করোনা রোগীর সংখ্যা। গত ১২ নভেম্বর ভারতে করোনায় নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ৭৩৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, ‘কিছু রাজ্যে করোনা সংক্রমণ ‍বৃদ্ধির তথ্য পাওয়া যাচ্ছে। গুজরাট, মহারাষ্ট্র, তেলঙ্গানা, তামিলনাড়ু, কেরালা ও কর্ণাটকে সংক্রমণ ছড়াচ্ছে সবচেয়ে বেশি হারে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এসব রাজ্যের সরকারকে করোনা প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। মহামারি প্রতিরোধে গত ৩ বছরে আমাদের যা অর্জন, তা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।’

‘প্রতিকারের যে প্রতিরোধ সবসময়েই উত্তম। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে এই ছয় রাজ্যের উচ্চ সংক্রমণপ্রবণ এলাকাগুলোতে পর্যবেক্ষণের আওতায় আনা এবং করোনা টেস্ট, চিকিৎসা, ট্র্যাকিং ও টিকাদান কর্মসূচিতে জোর দেওয়ার আহ্বান জানানো হচ্ছে এসব রাজ্যের সরকারকে।’

সার্বিকভাবে অবশ্য ভারতে করোনা পরিস্থিতি এখনও বিপজ্জনক পর্যায়ে যায়নি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগীর হার মাত্র দশমিক ০১ শতাংশ। অন্যদিকে, প্রাণঘাতী এই রোগ থেকে সুস্থতার হার ৯৮ দশমিক ৮ শতাংশ।

এসএমডব্লিউ