গাড়িতে নয়, পায়ে হেঁটে বিয়ের মণ্ডপে পৌঁছলেন পাত্র। তবে খানিকটা পথ নয়। একেবারে ২৮ কি.মি. রাস্তা পায়ে হেঁটে পাত্রীর কাছে পৌঁছলেন তিনি। পাত্রপক্ষের এমন কাণ্ডে শোরগোল পড়ে গেছে গোটা রাজ্যে। 

ঘটনাটি ঘটেছে উড়িষ্যার রায়গড় জেলায়। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পাত্রের বাড়ি রায়গড় জেলার সুনাখান্ডি পঞ্চায়েত এলাকায়। অন্যদিকে পাত্রীর বাড়ি ২৮ কিলোমিটার দূরে, দিবালাপাডু গ্রামে। 

শুক্রবার (১৭ মার্চ) তাদের বিয়ে ছিল। কিন্তু ওইদিনই রাজ্যে গাড়ি চালকদের ধর্মঘট শুরু হয়। হাজার চেষ্টা করেও পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ গাড়ির ব্যবস্থা করতে পারেননি। তাই বাধ্য হয়েই পাত্র সিদ্ধান্ত নেন, পায়ে হেঁটেই বিয়ে করতে যাবেন তিনি। সে মোতাবেক বৃহস্পতিবার (১৬ মার্চ) নিজের বাড়ি থেকে আত্মীয়দের নিয়ে রওনা দেন তিনি। পরে শুক্রবার বিয়ের দিন পাত্রীর বাড়িতে পৌঁছান তারা। 

আত্মীয়-স্বজনের উপস্থিতিতে শেষমেশ তাদের বিয়ে সম্পন্ন হয়। তবে এখনও পাত্রীর বাড়িতেই থাকবেন পাত্রপক্ষ। ধর্মঘট প্রত্যাহার করা হলে, গাড়ি ভাড়া করে নববধূকে নিয়ে বাড়ি ফিরবেন বলেই জানিয়েছেন পাত্র।

কেএ