ফের প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে ভারতের কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়িকে। বিজেপির এই নেতার কাছে ১০ কোটি টাকা চাঁদা চাওয়া হয়েছে। দাবি না মেটালে তার ওপর প্রাণঘাতী হামলা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

হুমকি দিয়ে মন্ত্রীর বাড়ি ও জনসংযোগ দপ্তর দুই জায়গাতেই ফোন দেওয়া হয়েছে। দুই মাস আগেও একবার এ ধরনের ফোন পেয়েছিলেন নিতিন গড়কড়ি। 

নাগপুর পুলিশ সূত্রে জানা গেছে, একই ব্যক্তি মঙ্গলবার (২১ মার্চ) হুমকি দিয়ে ফোন করেছেন বলে তাদের সন্দেহ। মন্ত্রীর বাড়ি এবং নাগপুর অরেঞ্জ সিটি হাসপাতালের বিপরীতে জনসংযোগ দপ্তরে মোট তিনবার ফোন আসে। হুমকি দেওয়া ব্যক্তি নিজেকে জয়েশ পূজারি ওরফে জয়েশ কাঁথা বলে পরিচয় দেন। তিনি ১০ কোটি টাকা চাঁদা দাবি করেন। ওই টাকা না পেলে মন্ত্রীর ওপর হামলা চালাবেন বলে হুঁশিয়ারি দেন।

নাগপুর পুলিশের ডেপুটি কমিশনার রাহুল মদানে জানান, মঙ্গলবার সকালে ফোন আসে বাড়িতে। পরে বেলা ১২টা নাগাদ জনসংযোগ দপ্তরে ২টি ফোন আসে। 

পুলিশ জানিয়েছে, কণ্ঠস্বর মিলিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সূত্র : সংবাদ প্রতিদিন

জেডএস