পবিত্র রমজানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রোববার মদিনায় মসজিদে নববী পরিদর্শন করেছেন। রোববার তিনি রাসুল সা. এর কবর জিয়ারত করেন বলে জানায় সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ ও মদিনার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন খালিদ আল-ফয়সাল তাকে স্বাগত জানান।

তিনি ইসলামের দ্বিতীয় পবিত্র স্থান হিসাবে বিবেচিত মসজিদে নববীতে নামাজ আদায় করেন। পরে মুহাম্মদ সা. কবর জিয়ারত করেন। যেখানে তিনি নামাজ আদায় করেন।

এরপর তিনি মসজিদে কুবা পরিদর্শন করেন। এটা ইসলামের প্রথম নির্মিত মসজিদ।

কুবা মসজিদটি মদিনার উপকণ্ঠে অবস্থিত। এটি মসজিদে নববীর পরে শহরের দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ মসজিদ হিসাবে বিবেচনা করা হয়।

ওএফ