কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়ে তোলপাড় গোটা ভারত। এর মাঝেই মুখ খুলেছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সালে রাহুলের করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালে গুজরাটের একটি আদালত নির্দেশ দেয়, ২ বছরের কারাদণ্ড রাহুলের। 

ঠিক তারপরেই রাহুলের সংসদ সদস্য পদ খারিজ করা হয়। ওই ঘটনার উত্তাপ ছড়িয়েছে রাজনীতিতে। এবার রাহুলকাণ্ডে মুখ খুলেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, গোটা ঘটনার ওপর নজর রাখছেন। তিনি আরও বলেছেন, দুই দেশ গণতান্ত্রিক মূল্যবোধ, বিশেষত মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দেওয়া হয়েছে। দেশের গণতান্ত্রিক রক্ষা করায় তা জরুরি। তবে আলাদাভাবে এখনই পদক্ষেপ করার কথা ভাবছে না সে দেশ।

রাহুলের সংসদ সদস্য পদ খারিজ নিয়ে রোববার সুর চড়িয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেন, তাদের পরিবার নিয়ে বারবার অপমানজনক মন্তব্য করা হয়েছে। রাহুলকে বারবার অপমান করা হয়েছে, তবু তাদের বিরুদ্ধে কখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 

ওএফ