কলিতা মাঝি

ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়ার শালতোরার বাসিন্দা কলিতা মাঝি। পেশায় একজন গৃহপরিচারিকা। এবার পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি। প্রার্থী তালিকায় নিজের নাম দেখে অবাক এই নারী।

প্রার্থিতা পাওয়ার পর শুক্রবার থেকেই বাড়ি বাড়ি প্রচারও শুরু করে দিয়েছেন ৩২ বছর বয়সী কলিতা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কলিতা মাঝি বলেন, বিধানসভা নির্বাচনে প্রার্থী করায় খুব ভাল লাগছে। রাজনীতি করার সাহসও বাড়ছে। দলের সিনিয়র নেতারা উৎসাহ দিচ্ছেন। আমি ভাবতেই পারিনি, দল আমাকে মনোনীত করবে।

মাটির দেওয়াল ও খড়ের চাল দিয়ে তৈরি কলিতার ঘর। রান্না করতে হয় লাকড়ির চুলায়। স্বামী সুব্রত মাঝি পাম্পের কাজ করেন। দুইজনের আয় দিয়েই সংসার চলে। ১৪ বছরের ছেলে পার্থ মাঝি অষ্টম শ্রেণির শিক্ষার্থী। এছাড়া বাড়িতে রয়েছেন শ্বশুর, শাশুড়ি ও দুই দেবর।

কলিতা বিজেপির গুসকরা নগর মণ্ডলের সম্পাদিকা পদে রয়েছেন। পাঁচ বছর ধরে তিনি বিজেপির সঙ্গে যুক্ত। গুসকরা থেকে ১০ কিলোমিটার দূরে মঙ্গলকোটের কাসেম নগরে তার বাবার বাড়ি। চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করার সুযোগ পেয়েছিলেন তিনি।

নির্বাচনে প্রচারণার বিষয়ে কলিতা বলেন, ‘শুক্রবার থেকেই প্রচার শুরু করে দিয়েছি। সঙ্গে অন্যান্য নেতারা আছেন। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে যাচ্ছি।’

এমএইচএস