চিকিৎসা শেষে ভ্যাটিকান ফিরেছেন পোপ ফ্রান্সিস। শনিবার হাসপাতাল ত্যাগ করার সময় পোপ মজার ছলে বলেন, আমি এখনো বেঁচে আছি।

৮৬ বছর বয়সী পোপকে শ্বাসকষ্টের কারণে বুধবার রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়। তবে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর তার অবস্থার উন্নতি হওয়ায় তিনি হাসপাতাল ছেড়েছেন।

ফ্রান্সিস হাসপাতাল ত্যাগ করার সময় তার গাড়ি থেকে বেরিয়ে আসেন। এ সময় তিনি হাঁটার জন্য লাঠি ব্যবহার করেন। তিনি শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানান ও অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় তিনি নিশ্চিত করেন, সেন্ট পিটার্স স্কোয়ারে ‘পাম সানডে’ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং সাপ্তাহিক ভাষণ দেবেন।

হাসপাতালে থাকার সময় তিনি ভয় পেয়েছিলেন কিনা- সাংবাদিকরা জানতে চাইলে মজার ছলে পোপ ফ্রান্সিস বলেন, ‘আমি ভয় পাইনি, আমি এখনো জীবিত আছি।’

ভ্যাটিকান প্রকাশিত এক ভিডিও ফুটেজে পোপকে শুক্রবার হাসপাতালে শিশুদের ক্যান্সার ওয়ার্ড পরিদর্শন করতে এবং তাদের হাতে চকলেট ইস্টার এগ তুলে দিতে দেখা গেছে ।

ভ্যাটিকানের মুখপাত্র ম্যাটিও ব্রুনি বলেছেন, ফ্রান্সিস শুক্রবার হাসপাতালের ১০ তলায় ব্যক্তিগত স্যুটে কাজ করেছেন ও সংবাদপত্র পড়েন। বৃহস্পতিবার রাতে হাসপাতালের কয়েকজন কর্মীদের সঙ্গে পিৎজা খেতেও অংশ নিয়েছেন।

মুখপাত্র বলেন, হাসপাতাল থেকে ফিরে তিনি রোববার সেন্ট পিটার্স স্কয়ারে ‘পাম সানডে’ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। ‘পাম সানডে’ অনুষ্ঠানটি পবিত্র সপ্তাহের সূচনাকে চিহ্নিত করে, যা ইস্টারে শেষ হয়।

২০২১ সালে জেমেলিতেও কোলন সার্জারির পর এটি ছিল ফ্রান্সিসের দ্বিতীয়বাররে হাসপাতালে ভর্তি হওয়া। গত এক বছরে তার ক্রমবর্ধমান স্বাস্থ্য সমস্যাগুলো ব্যাপক উদ্বেগের জন্ম দেওয়ায় তিনি অবসর নিতে পারেন বলে জল্পনার উদ্রেক হয়।

ওএফ