চলতি বছর ২০২৩ সালে এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি কেমন হতে পারে, এ ব্যাপারে একটি পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। মঙ্গলবার (২ এপ্রিল) এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।

আর এ পূর্বাভাসে বলা হয়েছে, গত বছরের তুলনায় বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমবে। তবে ২০২৪ সালে গিয়ে এটি বাড়বে। এছাড়া ২০২৩ বাংলাদেশে মূল্যস্ফীতি বেশি হবে বলেও জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৩ শতাংশ। অপরদিকে ২০২৪ সালে জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ। ২০২২ সালে ঢাকার জিডিপির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ১ শতাংশ।

অপরদিকে বাংলাদেশে ২০২৩ সালের মূল্যস্ফীতি কেমন হবে সেটির পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৩ সালে মূল্যস্ফীতি হতে পারে ৮ দশমিক ৭ শতাংশ। আর ২০২৪ সালে মূল্যস্ফীতি হবে ৬ দশমিক ৬ শতাংশ। ২০২২ সালে এ মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২ শতাংশ।

তবে এশীয় উন্নয়ন ব্যাংক জানিয়েছে পুরো এশিয়ায় এ বছর শক্তিশালী জিডিপি প্রবৃদ্ধি দেখা যাবে। বিশেষ করে চীন গত বছরের শেষ দিকে করোনার কঠোর বিধি-নিষেধ তুলে নেওয়ার কারণে এশিয়ার প্রবৃদ্ধিতে উন্নতি দেখা যাবে।

এডিপি বলেছে, ভোক্তার চাহিদা, পর্যটন এবং বিনিয়োগ বাড়ায় ২০২৩ সালে এশিয়ার জিডিপি প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে ৪ দশমিক ৮ শতাংশ। অপরদিকে ২০২৪ সালে প্রবৃদ্ধি ৪ দশমিক ২ শতাংশ বাড়বে।

তবে তা সত্ত্বেও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়া, বিশ্বব্যাপী ব্যাংকগুলোর সুদহার বৃদ্ধি এবং উচ্চ ঋণের বিষয়টির প্রতি ‘নজর রাখবে হবে এবং সক্রিয়ভাবে ব্যবস্থা নিতে হবে’ বলে সতর্কতা দিয়েছি সংস্থাটি।

এডিপির তথ্য অনুযায়ী, করোনার বিধিনিষেধ তুলে নেওয়ায় এ বছর চীনের জিডিপি প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ। ২০২৪ সালে এটি হবে ৪ দশমিক ৫ শতাংশ। এছাড়া এবার ভারতের প্রবৃদ্ধির বিষয়টি নিয়ে আলাদাভাবে উল্লেখ করেছে এডিপি। সংস্থাটি জানিয়েছে, এ বছর দিল্লির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৪ শতাংশ। ২০২৩ সালে বেড়ে এটি ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে।

অপরদিকে এশিয়ার উন্নয়ন বিষয়ক এ ব্যাংকটি জানিয়েছে, পুরো এশিয়ায় ২০২৩ সালে গড় মূল্যস্ফীতি হতে পারে ৪ দশমিক ২ শতাংশ। তবে ২০২৪ সালে মূল্যস্ফীতি হবে ৩ দশমিক ৩ শতাংশ।

সূত্র: এডিবি

এমটিআই