মেয়ের চিকিৎসায় সব অর্থ ব্যয় করা এই মা যেভাবে পেলেন ২০ লাখ ডলার
ক্যান্সারে আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য নিজের জীবনের সঞ্চিত সকল অর্থই খরচ করেছিলেন এক মা। চিকিৎসার কারণে অসুস্থ মেয়েও একসময় সুস্থ হয়ে ওঠে। কিন্তু এর পরদিনই ওই মা পেলেন বড় সুখবর।
মেয়ে ক্যান্সার থেকে সুস্থ হওয়ার একদিন পর ২০ লাখ ডলারের লটারি জিতেছেন ওই নারী। আর ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের বরাত দিয়ে সোমবার (১০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, ফ্লোরিডার এক নারীর দ্বিগুণ আনন্দ উদযাপনের সময় এসেছে কারণ তার মেয়ে ক্যান্সারকে পরাজিত করার একদিন পরে তিনি ২০ লাখ মার্কিন ডলারের লটারি পুরস্কার জিতেছেন।
— Florida Lottery (@floridalottery) April 7, 2023
লটারিতে বিপুল অর্থ জেতা ওই নারীর নাম জেরাল্ডিন গিম্বলেট। তিনি ফ্লোরিডার লেকল্যান্ডের বাসিন্দা। নিউইয়র্ক পোস্ট বলছে, লেকল্যান্ডের জেরাল্ডিন গিম্বলেট তার মেয়ের স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য তার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করেছিলেন।
বিজ্ঞাপন
ফ্লোরিডা লটারির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেরাল্ডিন গিম্বলেট নামে ওই নারী লেকল্যান্ডের একটি গ্যাস স্টেশন থেকে ২০ লাখ ডলার পুরস্কারের ওই লটারির টিকিট কিনেছিলেন। নিজের মেয়ের ক্যান্সারের চিকিৎসার চূড়ান্ত পর্ব শেষ করার পরদিন তিনি ওই টিকিট কেনেন। এমনকি যেখান থেকে ওই টিকিটটি কেনা হয়েছিল সেখানে সেটিই ছিল ২০ লাখ ডলার পুরস্কারের সর্বশেষ টিকিট।
লটারি বিজয়ী ভাগ্যবান ওই নারী বলছেন, ‘প্রথমে, গ্যাস স্টেশনের ক্লার্ক ভেবেছিলেন কোনও টিকিট বাকি নেই। কিন্তু আমি তাকে আবারও চেক করতে বলি, কারণ ক্রসওয়ার্ড গেম আমি সবচেয়ে বেশি পছন্দ করি। পরে তিনি সর্বশেষ এই টিকিটটি খুঁজে পান!’
পরে জেরাল্ডিন গিম্বলেট নামে ওই নারী শিগগিরই আবিষ্কার করেন যে, তিনি গেমের শীর্ষ পুরস্কার জিতেছেন এবং একমুহূর্তে ১৬ লাখ ৪৫ হাজার মার্কিন ডলার ঘরে নিয়ে গেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ফ্লোরিডা লটারি’র শেয়ার করা ছবিতে জেরাল্ডিন গিম্বলেটকে মেয়ে এবং নাতনিসহ তার পরিবারের সাথে তালাহাসির ফ্লোরিডা লটারি সদর দপ্তরে পুরস্কারের সাথে পোজ দিতে দেখা গেছে।
ফ্লোরিডা লটারি তাদের টুইটের ক্যাপশনে বলেছে, ‘লেকল্যান্ডের জেরাল্ডিন গিম্বলেট ২০ লাখ ডলারের বোনাস ক্যাশওয়ার্ড স্ক্র্যাচ-অফ গেমের সর্বশেষ লটারিটি সংগ্রহ করেছিলেন এবং শীর্ষ পুরস্কারের মাধ্যমে এই লটারির প্রতি তার আবেগের মূল্যায়ন হয়েছে।’
জেরাল্ডিন গিম্বলেটের মেয়ে বলছেন, তিনি যখন অসুস্থ ছিলেন তখন তার সেবা যত্ন করার জন্য তার মা তার জীবনের সকল সঞ্চয় ব্যয় করেন। তিনি বলেন, ‘আমার মা এই টিকিট কেনার আগের দিন আমি স্তন ক্যান্সারের চিকিৎসা শেষ করে হাসপাতাল থেকে আসি। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমার যত্ন নেওয়ার জন্য আমার মা তার জীবনের সঞ্চয় পুরো খরচ করেন। আমি তার জন্য খুব খুশি!’
এদিকে টুইটার ব্যবহারকারীরা মা-মেয়ের হৃদয়গ্রাহী এই গল্পে আনন্দ প্রকাশ করেছেন এবং অনেকে বিভিন্ন মন্তব্য পোস্ট করেছেন। একজন ব্যবহারকারী বলেছেন, ‘এই পরিবারের জন্য খুব খুশি। সন্তানদের বাঁচাতে নিজেদের দেউলিয়া করা সকল মা-বাবাকে সাহায্য করতে হয়তো সৃষ্টিকর্তা এভাবেই এগিয়ে আসেন।’
অন্য একজন মন্তব্য করেছেন, ‘অভিনন্দন!!!! আপনি আপনার (সন্তানকে) দেওয়ার ক্ষেত্রে নিঃস্বার্থ ছিলেন এবং বিনিময়ে আপনি প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছেন। সৃষ্টিকর্তা আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন।’
তৃতীয় একজন ব্যবহারকারী বলেছেন, ‘এই পরিবারের জন্য খুব, খুব খুশি। সৃষ্টিকর্তা সব সময় ভালো। তিনি (জেরাল্ডিন গিম্বলেট) মেয়ের জন্য খরচ করতে আপত্তি করেননি, তার মেয়ের জীবন বাঁচাতে সবকিছু দিয়েছেন। কী সুন্দর অলৌকিক ঘটনা।’
টিএম