পাকিস্তানি ভেবে নিজেদের হেলিকপ্টারে মিসাইল হামলা চালিয়ে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তা। ইতোমধ্যে ওই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্তের বিষয়ে সুপারিশ করেছে দেশটির মিলিটারি কোর্ট।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ভারতে পাকিস্তানের এয়ার ফোর্স ভেবে এমআই-১৭ ভি৫ হেলিকপ্টারকে মিসাইল ছুঁড়ে নামানো হয়েছিল। ধারণা করা হয়েছিল- কাশ্মীরে বালাকোটের প্রতিশোধ নিতেই তাদের বিমানকে টার্গেট করার চেষ্টা করছে পাকিস্তান। তবে বাস্তবতাটা ছিল সম্পূর্ণই ভিন্ন। কারণে সেদিন নিজেদের মিসাইলে ধ্বংস হয়েছিল ভারতের হেলিকপ্টার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল বিমানবাহিনীর কর্মকর্তাদের।

অভিযুক্ত কর্মকর্তা সুমন রায় চৌধুরী ভারতীয় বিমান বাহিনীর একটি গ্রুপের ক্যাপটেন। ঘটনার সময় তিনি শ্রীনগর এয়ার বেসের চিফ অপারেশন অফিসার ছিলেন।

তবে জেনারেল কোর্ট মার্শালের কী রায় হয় সেটা এখনও নিশ্চিত করা যায়নি।

জানা যায়, পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে এ সংক্রান্ত একটি মামলার নিষ্পত্তি হবে। এরপর বিমানবাহিনীর প্রধান এ বিষয়ে তার নির্দেশের কথা জানাতে পারেন।

এর আগে ২০২২ সালের আগস্টে পাকিস্তানে হামলা করেছিল ভারতের ব্রহ্মস মিসাইল। এটাও দুর্ঘটনাক্রমে হয়েছিল বলে মনে করা হয়। এ ঘটনার জেরেও একাধিক ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাকে শাস্তির মুখে পড়তে হয়।

এফকে/এমজে