বুশরা বিবিকে শরিয়া মেনে বিয়ে করেননি ইমরান খান, বললেন কাজী
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার বর্তমান স্ত্রী বুশরা বিবির বিয়ে ইসলামি শরিয়া মোতাবেক হয়নি বলে দাবি করেছেন তাদের বিয়ে পড়ানো রেজিস্ট্রার
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার বর্তমান স্ত্রী বুশরা বিবির বিয়ে ইসলামি শরিয়া মোতাবেক হয়নি বলে দাবি করেছেন তাদের বিয়ে পড়ানো এক রেজিস্ট্রার। ইসলামাবাদের একটি আদালতে এ নিয়ে শুনানির পর দেশটিতে ব্যাপক বিতর্কের শুরু হয়েছে।
দেশটির ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুফতি সাঈদ এই দম্পতির বিয়ে সম্পন্ন করেছিলেন। এখন তিনি দাবি করেছেন, ইমরান খান ও বুশরা বিবির বিয়ে ইসলামি শরিয়া আইন অনুযায়ী সম্পন্ন হয়নি। কারণ বুশরা বিবির ইদ্দত পালনের সময় শেষ হওয়ার আগেই তাদের নিকাহ সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
কোনও মুসলিম নারীর স্বামীর মৃত্যু অথবা বিবাহ বিচ্ছেদ ঘটলে তাকে ইসলামি শরিয়া অনুযায়ী ইদ্দতকাল পালন করতে হয়।
ইমরান খান এবং বুশরা বিবির কথিত অনৈসলামিক বিয়ে ঘটনাটি প্রকাশ্যে আসে মুহাম্মদ হানিফ নামে এক পাকিস্তানি নাগরিকের এই বিষয়ে আদালতে পিটিশন দায়েরের পর। ইসলামাবাদের আদালতে ইমরান-বুশরার বিয়ের বিষয়ে করা এই পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। আদালতের জ্যেষ্ঠ আইনজীবী নাসর মিনুল্লাহ বালোচের নেতৃৃত্বে বিচারক বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
৬২ বছর বয়সী মুফতি সাঈদ দাবি করেছেন, ইমরান খান তাকে ২০১৮ সালে নিকাহ অনুষ্ঠানের জন্য লাহোরের ডিএইচএতে নিয়ে গিয়েছিলেন।
তার মতে, বুশরা বিবির বোন বলে দাবি করা একজন নারী তাকে আশ্বস্ত করে বলেছিলেন, বিয়ের জন্য শরিয়া আইনের সব ধরনের প্রয়োজনীয় শর্ত পূরণ করা হয়েছে। বুশরা এবং ইমরান খান এখন বিয়ে করতে পারবেন।
সাঈদ বলেছেন, তিনি নারীর আশ্বাসের ভিত্তিতে ওই বছরের ১ জানুয়ারি ইমরান খান এবং বুশরা বিবির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন। বিয়ের পর এই দম্পতি ইসলামাবাদে একসঙ্গে থাকতে শুরু করে।
পরে একই বছরের ফেব্রুয়ারিতে ইমরান খান তাকে ডেকে পুনরায় নিকাহ সম্পন্ন করার জন্য অনুরোধ করেন বলে জানিয়েছেন মুফতি সাঈদ। তিনি বলেন, ইমরান খানের সাথে প্রথম বিয়ের সময় বুশরা বিবির ইদ্দতেরকাল পূর্ণ হয়নি। কারণ ২০১৭ সালের নভেম্বরে স্বামীর সাথে বুশরা বিবির বিচ্ছেদ ঘটে। যে কারণে ইমরান খান ও বুশরা বিবির প্রথম বিয়ে শরিয়া অনুযায়ী হয়নি বলে মনে করেন তিনি।
এসএস