লাখ টাকা থেকে কোটিতে টাটা কনসালটেন্সির শেয়ার
টাটা গ্রুপের কোম্পানি টাটা কনসালটেন্সি সার্ভিসেস নিজের বিনিয়োগকারীদের জোরদার রিটার্ন দিয়েছে। দীর্ঘমেয়াদে এর বাম্পার মুনাফা কামিয়েছেন বিনিয়োগকারীরা। টাটা গ্রুপের এই কোম্পানির দেশের সবচেয়ে বড় আইটি কোম্পানি। গত কয়েক বছরে টিসিএসের শেয়ার ১১৮ টাকা থেকে ৩১০০ টাকায় পৌঁছে গেছে।
এই সময়ে কোম্পানির শেয়ার ২৫০০ শতাংশের বেশি রিটার্ন দিয়েছে। এখন পর্যন্ত টিসিএসে দুইবার বোনাসও দেওয়া হয়েছে। বোনাস শেয়ারের হিসেবে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের বিনিয়োগ করা টাকাতে প্রচুর লাভ হয়েছে।
বিজ্ঞাপন
২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি টিসিএসের শেয়ার বিএসইতে ১১৮.৪৯ টাকাতে ট্রেড করছিল। যদি কোনও ব্যক্তি ২০ ফেব্রুয়ারি ২০২০ টিসিএসের শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে সেই ব্যক্তি ৮৪৩টি শেয়ার পেতেন। কোম্পানি ওই বছর অর্থাৎ ২০০৯-এ ১ঃ১ রেশিওতে বোনাস শেয়ার দিয়েছিল।
এরপরে টিসিএস ২০১৮ তে ১ঃ১ রেশিওতে বোনাস শেয়ার দেয়। এভাবে বোনাস শেয়ার মিলিয়ে শেয়ারের সংখ্যা ৩৭২ হয়ে গেছে। টিসিএসের গত ১৩ এপ্রিল ৯.৮৫ টাকায় ক্লোজ হয়ে গেছে। যা গতকাল শনিবার (১৫ এপ্রিল) মোট ভ্যালু ১ কোটি ৭ লাখ টাকা হয়ে গেছে।
বিজ্ঞাপন
১০ বছরে রিটার্ন পাওয়া গেছে কত?
গত ১০ বছরে টিসিএসের স্টকে ব্যাপক রিটার্ন পাওয়া গিয়েছে। ২০ এপ্রিল ২০১৩-তে এই শেয়ার বিএসইতে ৬৮৪. ১০ টাকা পেয়েছিল। যদি কেউ এই কোম্পানির শেয়ারে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে তিনি ১৪৬টি শেয়ার পেয়ে থাকবেন। ২০১৮ সালে পাওয়া বোনাস শেয়ার মিলিয়ে তার শেয়ারের সংখ্যা ২৯২টি হয়ে গেছে।
রোববার এই শেয়ারগুলোর মোট ভ্যালু ৯.৩৩ লাখ টাকা হয়ে যেত। যদিও গত পাঁচ দিনে টিসিএসের শেয়ার ১.৩২ শতাংশ পড়ে গেছে। সেখানে গত এক মাসে মামুলি ০.২২ শতাংশ বেড়েছে। ৬ মাসে টিসিএসের স্টকে ২ শতাংশের বেশি গতি দেখা গেছে। যদিও গত এক বছরে ৯.৫৩ শতাংশ শেয়ার করেছে।
কেএ