সদ্য পশ্চিমবঙ্গ সফর করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২৫শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে আবার পশ্চিমবঙ্গ সফরে আসবেন তিনি। 

২০২৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন অমিত শাহ। সেটা কতদূর সফল হবে তা নিয়ে বিতর্ক থাকলেও বাঙালি ভোটব্যাংক নিশ্চিত করতেই কবিগুরুর জন্মদিনকে বেছে নেওয়া হয়েছে।  

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে সাফল্য চায় বিজেপি। তাহলেই ২০২৫ সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে বলে মনে করেন অমিত শাহ। এই পরিস্থিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর একটি অনুষ্ঠানে যোগ দিতে রাজ্যে আসার কথা অমিত শাহের। 

বিজেপি যেহেতু লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা নিয়েছে তাই পশ্চিমবঙ্গে এখন থেকে কেন্দ্রীয় মন্ত্রীদের আনাগোনা চলতে থাকবে বলে ধারণা করা হচ্ছে। 

এনএফ