টুইটারের বিকল্প ‘ব্লুস্কাই’ আনলেন জ্যাক ডরসি
জ্যাক ডরসি
সামাজিক যোগাযোগমাধ্যম ও মাইক্রোব্লগিং সাইট টুইটারের বিকল্প হিসেবে ব্লুস্কাই নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম এনেছেন টুইটারের সহপ্রতিষ্ঠাতা এবং সাবেক শীর্ষ নির্বাহী জ্যাক ডরসি।
টুইটার থেকে যেসব সেবা পান ব্যবহারকারীরা, তার অনুরূপ সেবা দেবে ব্লুস্কাইও। কম্পিউটার এবং স্মার্ট ফোন— উভয় গেজেটেই ব্যবহারের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে এই প্ল্যাটফরমটি।
বিজ্ঞাপন
কয়েকদিন আগে ব্লুস্কাইয়ের উদ্বোধন হয়েছে এবং ইতোমধ্যে এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ২০ হাজার সক্রিয় ব্যবহারকারী ব্যবহার করছেন বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট।
ব্লু স্কাই মোবাইল অ্যাপের ওয়েবসাইটে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ‘সামাজিক’ ইন্টারনেটে অভ্যস্ত নেটিজেনদের মধ্যে বিভিন্ন প্ল্যাটফরম থেকে আরও বেশি স্বাধীনতার চাহিদা তৈরি হবে। এই ব্যাপারটিকে গুরুত্ব দিয়েই এই অ্যাপটি প্রস্তুত করা হয়েছে। আরও বলা হয়েছে, এই অ্যাপটির ডেভলেপমেন্টের কাজ এখনও চলছে এবং প্রতিযোগী অন্যান্য প্ল্যাটফরমের সঙ্গে পাল্লা দেওয়ার মতো অবস্থায় আসতে আরও কিছুদিন সময়ের প্রয়োজন হবে।
বিজ্ঞাপন
‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যাবতীয় প্রোটোকল মেনেই এই অ্যাপটি প্রস্তুত করছে। সামাজিক নেটওয়ার্কিং ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়াই ব্লুস্কাইয়ের লক্ষ্য,’ বলা হয়েছে ওয়েবসাইটে।
জ্যাক ডরসি, নোয়াহ গ্লাস, বিজ স্টেন এবং ইভান উইলিয়ামস— এই চারজন ২০০৬ সালে টুইটার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকাল থেকেই এ কোম্পানির শীর্ষ নির্বাহী ছিলেন জ্যাক। ১৫ বছর পর ২০২১ সালের নভেম্বরে পরাগ আগারওয়ালের কাছে দায়িত্ব হস্তান্তর করে টুইটার থেকে সরে যান তিনি।
জ্যাক ডরসি টুইটার ছেড়ে দেওয়ার কয়েক মাস পর, ২০২২ সালের এপ্রিলে টুইটার কেনার আগ্রহ প্রকাশ করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক; কিন্তু কিছুদিন পরই মত পাল্টান তিনি।
তারপর প্রায় ছয় মাস নানা নাটকীয়তার পর গত ২৮ অক্টোবর টুইটারের মালিকানা গ্রহণ বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সে সময় এই সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরমটির কর্মীসংখ্যা ছিল ৭ হাজার ৫০০ জন।
মালিকানা নেওয়ার পরপরই টুইটারের সিইও পরাগ আগারওয়ালকে চাকরি থেকে অব্যহতি দেন তিনি। তারপর শুরু করেন গণছাঁটাই। মাত্র এক সপ্তাহের মধ্যে টুইটারের ৫০ শতাংশ কর্মীকে চাকরিচ্যুত করেন মাস্ক।
ব্লুস্কাই প্ল্যাটফরটির ডেভেলপমেন্টের কাজ অবশ্য শুরু হয়েছিল ডরসি টুইটার ছাড়ার ২ বছর আগে, ২০১৯ সালে।
এসএমডব্লিউ