সুদান থেকে প্রথম দফায় ফেরানো হচ্ছে ২৭৮ ভারতীয়কে
সুদানে ‘অপারেশন কাবেরী’ শুরু করেছে ভারত। উত্তর-পশ্চিম আফ্রিকার গৃহযুদ্ধ বিধ্বস্ত দেশটি থেকে মঙ্গলবার (২৫ এপ্রিল) উদ্ধার করা হয়েছে ২৭৮ জন ভারতীয়কে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন, ‘প্রথম দফায় ২৭৮ জন ভারতীয় নাগরিককে সুদান থেকে নৌসেনার জাহাজ আইএনএস সুমেধার সাহায্যে সৌদি আরবের জেদ্দায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যদেরও ফিরিয়ে আনা হবে।’
বিজ্ঞাপন
সুদানে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ভারতীয় নাগরিকের সংখ্যা তিন হাজারের বেশি। গত ১৫ এপ্রিল রাজধানী খার্তুমসহ সুদানের বিভিন্ন এলাকায় সেনা এবং আধাসামরিক বাহিনী ‘র্যাপিড সাপোর্ট ফোর্স’ (আরএসএফ)-এর ক্ষমতার লড়াই শুরু হওয়ার পরে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল দিল্লি। এই পরিস্থিতিতে নৌসেনা জাহাজ আইএনএস সুমেধা এবং বিমান বাহিনীর সি-১৩০জে হারকিউলিস বিমানের সাহায্যে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
গত সোমবারই খার্তুমের বন্দরে ৫০০-র বেশি ভারতীয় হাজির হয়েছিলেন। মঙ্গলবার সেই সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে। সুদানের সেনাপ্রধান আবদেল ফতাহ আল-বুরহান এবং আধাসেনা আরএসএফ বাহিনীর প্রধান মহম্মদ হামদান ডাগলো ওরফে হেমেত্তির বাহিনীর লড়াইয়ে নিহতের সংখ্যা বাড়ছেই। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। অপরদিকে সংঘাত থেকে বাঁচতে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে গেছেন হাজার হাজার মানুষ।
বিজ্ঞাপন
এদিকে সংঘাতপূর্ণ সুদানে ৩ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন নিশ্চিত করেছেন, সোমবার (২৪ এপ্রিল) মধ্যরাত থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়েছে। এর আগে আরও অন্তত দুইবার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল দুই বাহিনী। তবে কোনো পক্ষই এটি শেষ পর্যন্ত মানেনি।
জেডএস