‘নিজেকে শেষ করার’ চিন্তা করেন এশিয়ার এই দেশের অর্ধেক তরুণ-তরুণী
নানান সমস্যা, চিন্তা-দুশ্চিন্তার কারণে অনেক মানুষই আত্মহত্যা বা নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা করেন। জীবন মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে মারাত্মক সামাজিক ব্যাধি আত্মহত্যা করার প্রবণতা আরও বেড়েছে।
আত্মহত্যা নিয়ে এশিয়ার দেশ জাপানে চালানো হয়েছে একটি গবেষণা। আর এই গবেষণায় ওঠে এসেছে ভয়াবহ তথ্য। জানা গেছে, দেশটির ৪৫ শতাংশ তরুণ-তরুণী আত্মহত্যার কথা চিন্তা করেন।
বিজ্ঞাপন
গবেষণাটি চালায় টোকিওভিত্তিক নিপ্পন ফাউন্ডেশন। এতে দেখা যায়, জাপানের প্রতি দুজন তরুণ-তরুণীর মধ্যে একজন আত্মহত্যা করার কথা ভাবেন।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালে দেশটিতে যত তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে, তাদের বেশিরভাগই আত্মহত্যার পথ বেঁছে নিয়েছিলেন।
বিজ্ঞাপন
নিপ্পন ফাউন্ডেশন জানিয়েছে, তারা ১৪ হাজার ৫৫৫ জনের ওপর জরিপ চালিয়েছে। যাদের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪৪ দশমিক ৮ শতাংশ প্রেমের সম্পর্ক, যৌন হয়রানি, বুলিং, উচ্চশিক্ষা এবং ক্যারিয়ার নিয়ে হতাশায় আত্মাহত্যার কথা ভেবেছেন।
এই ৪৪ দশমিক ৮ শতাংশের মধ্যে ৪০ শতাংশ ‘আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন অথবা নিজেদের শেষ করে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছেন।’
এছাড়া বিশ্বের অন্যতম উন্নত এই দেশের সাধারণ মানুষের মধ্যে সন্তান নেওয়ার ইচ্ছাও অনেক কমে গেছে। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশটিতে জনসংখ্যা ৫ লাখ ৫৬ হাজার কমে গেছে।
সূত্র: ডেইলি সাবাহ
এমটিআই