ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ার অভিজ্ঞতা মাথায় রেখে কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা

আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়েছে মোখা।  

আবহাওয়াবিদদের আশঙ্কা অনুযায়ী বঙ্গোপসাগরে যদি সত্যিই ঘূর্ণিঝড়টি তৈরি হয়ে যায় সেটা আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ উপকূলেও। 

আর সে কারণেই মোখা মোকাবিলার জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা। ঝোড়ো হাওয়ায় গাছ ভেঙে পড়ার অভিজ্ঞতা মাথায় রেখে কলকাতা পৌরসভা  ইতিমধ্যেই বড় বড় গাছের মাথার দিক ছাঁটার কাজ শুরু করেছে। সেই সঙ্গে তারা জানিয়েছে, গাছ পড়লে যত দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করে দেওয়া হবে। পার্শ্ববর্তী বিধাননগর পৌরসভাও বিপজ্জনক গাছ কাটতে শুরু করেছে। 

বিধাননগর পৌর এলাকায় সবচেয়ে বেশি গাছ রয়েছে সল্টলেকে। মাটিতে বালির ভাগ বেশি থাকায় সল্টলেকের বহু জায়গাতেই বড় বড় গাছের শিকড় আলগা হয়ে রয়েছে অনেক দিন ধরে। পৌর কর্তৃপক্ষ বলছে, প্রায় ৮০টি এমন গাছ চিহ্নিত করা হয়েছে, যেগুলোর শিকড় হয় আলগা, নয়তো অন্য কোনো কারণে দূর্বল হয়ে রয়েছে। যেকোনো সময়ে ভেঙে পড়তে পারে। সেই ধরনের গাছ ‘মোখা’র আগে কেটে ফেলা হবে।
 
এরইমধ্যে অতি বিপজ্জনক অবস্থায় থাকা ৩০টির মতো গাছ কেটেও ফেলা হয়েছে। হেলে পড়া কিংবা অন্য সমস্যায় জীর্ণ গাছগুলোর মাথার দিক ছেঁটে দেওয়া হচ্ছে। যাতে ঝড়ে সেগুলো উপড়ে না পড়ে। 

এনএফ