‘অপমান সত্ত্বেও ভারতে যেতে মরিয়া ছিলেন বিলাওয়াল ভুট্টো’
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে অংশ নিতে ভারতের গোয়ায় গেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। তবে তার এ ভারত সফরের তীব্র সমালোচনা করেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই-ইনসাফ।
দলটি দাবি করেছে, সাবেক সেনাপ্রধান বাজওয়ার পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েল ও ভারত ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রকে খুশি করতে বিলওয়াল গোয়ায় গেছেন। এ সফরে ভারত সরকার দ্বিপাক্ষিক কোনো বৈঠক না রেখে বিলাওয়ালকে অপমান করেছে— তা সত্ত্বেও তিনি ভারতে যেতে মরিয়া ছিলেন বলে মন্তব্য করেছেন পিটিআই নেত্রী ডাক্তার শিরিন মাজারি।
বিজ্ঞাপন
এ ব্যাপারে টুইটে শিরিন মাজারি লিখেছেন, ‘আমি আগেও বলেছি, ‘ভারত ও ইসরায়েল নিয়ে যুক্তরাষ্ট্রকে খুশি করতে বাজওয়ার পরিকল্পনা বাস্তবায়িত করতে আমদানিকৃত পররাষ্ট্রমন্ত্রী গোয়ায় যেতে খুবই মরিয়া ছিলেন। তিনি আফগানিস্তানের বৈঠকে যাননি কারণ সেখানে ছবি তোলার সুবিধা ছিল না! দ্বিপাক্ষিক বৈঠকের ব্যবস্থা না করে ভারত অপমান করা সত্ত্বেও, তিনি সেখানে যাওয়ার জন্য মরিয়া ছিলেন।’
এছাড়া পিটিআইয়ের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট ফাওয়াদ চৌধুরীও পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টোর তীব্র সমালোচনায় মুখরিত হয়েছেন। তিনি টুইটে বলেছেন, ‘গোয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সফরের কঠোর নিন্দা জানাচ্ছি। ভিডিও কলে যুক্ত হওয়া যেত। কিন্তু সমস্যা হলো আপনারা মোদির সঙ্গে ভালোবাসার সম্পর্কে আছেন এবং মোদি জান্তা জম্মু কাশ্মিরে যে নৃশংসতা চালিয়েছে সেগুলো ভুলে যেতে প্রস্তুত আছেন। সব দিক দিয়ে পাক পররাষ্ট্রনীতি এখন মরে গেছে।’
বিজ্ঞাপন
সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল
এমটিআই