ভারতে সংস্কৃত ভাষার বোর্ড পরীক্ষায় প্রথম মুসলিম শিক্ষার্থী
ভারতের উত্তর প্রদেশের মাধ্যমিক সংস্কৃত শিক্ষা পরিষদের বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন এক মুসলিম শিক্ষার্থী।
ইরফান নামের ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থী একজন সাধারণ দিনমজুরের ছেলে। ইরফান সংস্কৃত ভাষার পরীক্ষায় ৮২ দশমিক ৭১ স্কোর তুলে ১৩ হাজার ৭৩৮ জনকে পেছনে ফেলে শীর্ষস্থান অধিকার করেছেন। এছাড়া এ পরীক্ষায় সেরা ২০ জনের মধ্যেও একমাত্র মুসলিম শিক্ষার্থী তিনি।
বড় হয়ে সংস্কৃতির শিক্ষাক হতে চান বলে জানিয়ে ইরফান স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ‘আমি জানি না কেন মানুষ একটি ভাষাকে ধর্মের সঙ্গে মেলায়। একজন হিন্দু উর্দু শিক্ষায় খুবই ভালো হতে পারে, যেখানে একজন মুসলিমও সংস্কৃতি শিক্ষায় ভালো হতে পারে। আমি একজন শিক্ষার্থী যে শিক্ষার গুরুত্ব বুঝে।’
বিজ্ঞাপন
ইরফানের বাবা সালাউদ্দিনকে জিজ্ঞেস করা হয় মুসলিম হয়েও সংস্কৃত পড়ায় ইরফানের কোনো সমস্যা হয়েছে কিনা। এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেছেন, ‘না, একদমই নয়। আমি খুশি ছিলাম সে পড়ার জন্য একটি ভিন্ন বিষয় বেঁছে নিয়েছে এবং আমি তাকে সাহস যুগিয়েছি। যেহেতু আমরা মুসলিম, তাই এটি একটি কঠিন বিষয় ছিল। কিন্তু সে চেয়েছে, তাই তাকে আমি আটকাইনি। এগুলো আমাদের কাছে কোনো বিষয় নয়। আমরা ভাবি না যে শুধু হিন্দুরা সংস্কৃতি পড়ুক, আর শুধু মুসলিমরা উর্দু পড়ুক।’
সূত্র: দ্য কাশ্মির মনিটর
বিজ্ঞাপন
এমটিআই