পশুপাখিদের জন্য ফলের রস-ওরস্যালাইন
আগের দফার তাপপ্রবাহ কেটে বৃষ্টির পর ফের বাড়তে শুরু করেছে গরম। মানুষের পাশাপাশি এই গরমে অস্বস্তিতে রয়েছে চিড়িয়াখানার পশু-পাখিও। তাই সেখানেও নিতে হচ্ছে বিশেষ ব্যবস্থা।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চিড়িয়াখানাগুলোকে সম্প্রতি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- পশুপাখিদের জন্য এই গরমে পর্যাপ্ত গোসলের ব্যবস্থা রাখতে হবে, রাখতে হবে ফলের রসও। প্রতিদিন খাবারের পদেও আনতে হবে রদবদল।
বিজ্ঞাপন
পশুপাখিদের জন্য দেওয়া নির্দেশনায় আরও বলা হয়েছে- প্রতিটি খাঁচায় পশুপাখিদের গোসলের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখতে হবে। প্রয়োজনে স্থানীয় পৌরসভার সঙ্গে কথা বলে পানির ব্যবস্থা করতে হবে। সেই সঙ্গে পশুপাখিদের শরীরে যাতে পানির অভাব না হয়, সে জন্য প্রতিটি খাঁচায় রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে ওরস্যালাইন।
পশু চিকিৎসকেরা বলছেন, প্রবল গরমে মানুষের মতোই পশুপাখিদেরও প্রায় একই ধরনের সমস্যা তৈরি হয়। মানুষের মতো হিট স্ট্রোক কিংবা ডিহাইড্রেশনের আশঙ্কা থাকে তাদেরও। তখন তারা ঝিমিয়ে পড়তে পারে, শ্বাসকষ্টেও ভুগতে পারে। এই সময়ে তাদের খাওয়াদাওয়ার দিকে বিশেষ করে খেয়াল রাখতে হয়।
হিট স্ট্রোক প্রাণীদের জন্যেও ক্ষতিকর। তাতে পেট খারাপ হতে পারে, কিডনির ক্ষতি করতে পারে। তাই যেকোনো উপায়ে এই সব সমস্যা থেকে প্রাণীদের রক্ষা করার তাগাদা দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
এনএফ