রাতে কেউ তুলে নিয়ে গেছে মুন্নিকে! ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে গিয়ে এ কথা জানালেন এক বৃদ্ধ। সঙ্গে সঙ্গে বিএসএফের তৎপরতা শুরু।   

ফোন করা হলো বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকেও। চলল দফায় দফায় আলোচনা। পরে বাংলাদেশেই পাওয়া গেল মুন্নির খোঁজ। তারপর সীমান্ত পেরিয়ে পতাকা বৈঠক করে তাকে ফিরিয়ে দেওয়া হলো বিপ্লব মণ্ডলের কাছে। মুন্নি তারই গরু। 

মুন্নিকে ফিরে পেয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বিপ্লব বলেন, ভীষণ চিন্তায় ছিলাম। মুন্নি তো সন্তানসম্ভাবা! 

বিজিবির ভূমিকায় খুশী হয়ে বিএসএফের ১৪১ নং ব্যাটেলীয়নের কম্যান্ড্যান্ট নগেন্দ্র সিং রতেলা বলেন, বিজিবির সঙ্গে সমন্বয় রেখে গরুটি উদ্ধার করা সম্ভব হয়েছে। আর কয়েক দিন বাদেই সন্তান প্রসব করবে মুন্নি। ওর নিখোঁজ হওয়া নিয়ে খুব চিন্তায় ছিলাম। এ বার থেকে ওর প্রতি বাড়তি যত্ন নেব।  

সূত্র : আনন্দবাজার। 

এনএফ