ক্যাসাব্লাঙ্কা বিমানবন্দরে স্বামীর সঙ্গে জাহিয়া বুখতা

৩৪ বছর বয়সে হজ করার নিয়ত করেছিলেন, কিন্তু অর্থাভাবে তা সম্ভব হয়নি। অবশেষে ৫০ বছর  অপেক্ষার পর সেই স্বপ্ন পূরণ হতে চলেছে মরোক্কোর জাহিয়া বুখতা’র। ৮৪ বছর বয়েসে এই প্রথমবারের মতো হজ করতে মক্কা যাচ্ছেন তিনি।

বৃহস্পতিবার মক্কাগামী বিমানে উঠতে স্বামীকে নিয়ে মরক্কোর ক্যাসাব্লাঙ্কা শহরের বিমানবন্দরে আসেন জাহিয়া। সেখানেই আমিরাতভিত্তিক দৈনিক গালফ নিউজের মরক্কো প্রতিনিধির সঙ্গে পরিচয় ও আলাপ হয়ে তার।

৫০ বছর পর স্বপ্নপূরণের আনন্দে উচ্ছ্বসিত জাহিয়া বুখতা গালফ নিউজকে বলেন, ’৩০ বছর আগে হজের নিয়ত করেছিলাম। এখন আমার বয়স ৮৪ বছর। আল্লাহর কাছে শুকরিয়া— তিনি আমাকে হজ করার তৌফিক দিয়েছেন।’

মূলত আর্থিক কারণেই এত বছর হজ করতে পারেননি উল্লেখ করে মরক্কোর এই নারী বলেন, ‘আমার সবচেয়ে বড় সমস্যা ছিল আর্থিক সামর্থ্যের অভাব। মূলত এই কারণেই এত বছর হজ করতে পারিনি। কিন্তু আল্লাহর রহমতে আমি আমার ছেলেকে পেয়েছি। সে ই চাকরি করে অর্থ জমিয়ে আমার হাতে হজে যাওয়ার খরচ তুলে দিয়েছে।’

হজের যেসব ধর্মীয় বিধি রয়েছে, সেসব বেশ পরিশ্রমসাধ্য। তবে জাহিয়া নিজের শারীরিক সুস্থতা ও সক্ষমতা সম্পর্কে বেশ আত্মবিশ্বাসী। এই বয়সে হজের বিধিবিধান পালন করতে পারবেন কিনা জানতে চাইলে বিমানবন্দরের অপেক্ষমান যাত্রীর আসন থেকে সোজা হয়ে দাঁড়িয়ে তিনি বলেন, ‘আমি এখনও ২৫ বছর বয়সী তরুনীদের মতো পরিশ্রম করতে পারি।’

ইসলামের ৫টি মূল স্তম্ভের মধ্যে একটির নাম হজ। এই ধর্মের বিধান অনুযায়ী, প্রত্যেক সামর্থ্যবান পুরুষ ও নারী মুসলিমের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ।

এসএমডব্লিউ