একসঙ্গে ২ হাজার বিয়ে, ভাঙল আগের বিশ্বরেকর্ড
ভারতের রাজস্থানে মাত্র ৬ ঘণ্টায় ২ হাজার ১৪৩ যুগলের বিয়ে হয়েছে। এর মাধ্যমে এক দিনে ও সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি বিয়ের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে গেছে। আর তৈরি হয়েছে নতুন রেকর্ড।
গত ২৬ মে রাজস্থানের বারান শহরে এই মহাযজ্ঞের আয়োজন করা হয়। যেখানে হিন্দু ও মুসলিম উভয় ধর্মাবলম্বী যুগলদের বিয়ে দেওয়া হয়। আর এটি আয়োজন করে শ্রী মহাবীর গোসালা কল্যাণ সংস্থা নামের একটি সংগঠন।
বিজ্ঞাপন
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড আনুষ্ঠানিকভাবে এ বিশ্বরেকর্ডের স্বীকৃতিও দিয়েছে।
এর আগে একসঙ্গে একদিনে এত বিয়ের রেকর্ডটি ছিল ইয়েমেনের দখলে। দশ বছর আগে ২০১৩ সালে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে ১২ ঘণ্টার মধ্যে ৯৮৩ যুগলের বিয়ে হয়েছিল।
বিজ্ঞাপন
বিশ্বরেকর্ড গড়া ২ হাজার ১৪৩ যুগলের বিয়েতে উপস্থিত ছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও ক্যাবিনেট মন্ত্রী প্রমোদ জৈনর মতো উচ্চপদস্থ ব্যক্তিরা।
এই যুগলের সবাইকে বিয়ের আয়োজনকারী সংগঠনের পক্ষ থেকে উপহার হিসেবে স্বর্ণালঙ্কার, একটি রেফ্রিজারেটর, একটি টিভি, বালিশের কভার-চাদর এবং রান্নাঘরের জিনিসপত্র দেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল— সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর সাধারণ নারী ও পুরুষ যাদের বিয়ে হতে সমস্যা হচ্ছিল তাদের সহায়তা করা।
এদিকে গণ বিয়ের এ ধারণাটি নতুন বা ইউনিক কোনো বিষয় নয়। বিশেষ করে গত এক দশকে দক্ষিণ কোরিয়ায় একাধিকবার গণবিয়ের আয়োজন দেখা গেছে।
সূত্র: জিও নিউজ
এমটিআই