পাঁচ তারকা হোটেলে দুই বছর, বিলের ৫৮ লাখ না দিয়েই গায়েব
ভারতের দিল্লির একটি পাঁচ তারকা হোটেলের ৫৮ লাখ টাকা (ভারতীয় মুদ্রা) এক অতিথির কারণে ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
আজতাক বাংলার খবরে বলা হয়, হোটেলেরই কয়েকজন কর্মীদের সঙ্গে যোগসাজশ করে, কোনও টাকা না দিয়েই প্রায় দুই বছর ধরে সেখানে থেকেছেন এক অতিথি। শেষে সমস্ত বকেয়া বিল না মিটিয়েই পালিয়েছেন হোটেলের ওই অতিথি।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দরের কাছে অ্যারোসিটির হোটেল রোজেট হাউসে।
অভিযোগসূত্রে জানা গেছে, ওই হোটেলের এক অতিথি অঙ্কুশ দত্ত ৬০৩ দিন সেখানে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। বিল হয়েছিল ৫৮ লক্ষ টাকা। কিন্তু এক টাকাও না দিয়ে চলে গেছেন তিনি।
বিজ্ঞাপন
বার্ড এয়ারপোর্টস হোটেল প্রাইভেট লিমিটেডের করা ওই মামলার অভিযোগে আরও বলা হয়েছে, হোটেলের ফ্রন্ট অফিস বিভাগের প্রধান প্রেম প্রকাশ, যিনি ঘর ভাড়া নির্ধারণের দায়িত্বে ছিলেন এবং সমস্ত অতিথিদের বকেয়া বিলের হিসাব রাখার জন্য হোটেলের কম্পিউটার সিস্টেম ঘেঁটে দেখেছিলেন, তিনি নিয়ম ভেঙে ওই অতিথিকে দীর্ঘদিন হোটেলের ঘরে থাকার অনুমতি দিয়েছেন।
কর্তৃপক্ষ ধারণা করছে, হোটেলের ফ্রন্ট অফিস বিভাগের প্রধান প্রেম প্রকাশ কিছু টাকা পেয়ে হোটেলে নিজস্ব সফ্টওয়্যার সিস্টেমকে ফাঁকি দিয়ে অঙ্কুশ দত্তকে সেখানে টানা ৬০৩ দিন থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন।
এমজে