পবিত্র কাবা ঘর প্রদক্ষিণের মাধ্যমে গতকাল শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। এতে বিশ্বের ১৬০টি দেশের লাখ লাখ হাজি অংশ নেন।

আর এক অন্ধ নারী হাজিকে কাবা প্রদক্ষিণে সহযোগিতা করে— এই লাখ লাখ মানুষের মধ্যে সকলের নজর কেড়েছেন সৌদি আরবের নিরাপত্তা বাহিনীর এক সদস্য।

অন্ধ নারীকে সহযোগিতার ওই ঘটনাটি কেউ একজন ভিডিও করেন। এরপর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। যা পরবর্তীতে ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যাচ্ছে, নিরাপত্তা বাহিনীর সদস্যের পোশাকটি পেছন থেকে ধরে রেখেছেন ওই নারী। আর নিরাপত্তা বাহিনীর সদস্যটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন।

এদিকে সোমবার কাবা প্রদক্ষিণ শেষে মিনায় যান হাজিরা। এরপর মঙ্গলবার (২৭ জুন) হাজিরা চলে আসেন আরাফাত ময়দানে। এই আরাফাতেই হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। এখানে সারাদিন অবস্থানের পর, মাগরিবের নামাজ শেষে হাজিরা চলে যাবেন মুজদালিফায়। সেখানে খোলা আকাশের নিচে সারারাত অবস্থান করবেন।

আরাফাতের দিনটি মুসলিমদের জন্য অনেক বেশি তাৎপর্যপূর্ণ। এদিন হাজিরা আরাফাতের পাহাড়ে ওঠেন। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এই পাহাড়েই তার জীবনের সর্বশেষ ভাষণটি দিয়েছিলেন।

সূত্র: আল আরাবিয়া

এমটিআই