পশ্চিমবঙ্গের কলকাতার কাঁচা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। পাশাপাশি শহরতলির বাজারেও সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামেই। সবজির বাজার এতই অশান্ত যে, দাম বাড়তে বাড়তে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। 

এদিকে শিম কিনতে গিয়েও হিমশিম খাচ্ছেন সেখানকার মধ্যবিত্তরা। এছাড়া মধ্যবিত্ত ভোক্তাদের প্রায় নাগালেই বাইরে পেঁয়াজ, রসুন, আলু, পটল ও টমেটো। আর কাঁচা মরিচের দামও আকাশছোঁয়া। কোথাও তিনশো, কোথাও চারশো কোথাও আবার সাড়ে চারশো টাকা কেজিতেও বিক্রি হচ্ছে। এমনকি শসাও ‘সেঞ্চুরি’ করে ফেলেছে।

পশ্চিমবঙ্গে সর্বদা নাগালের মধ্যেই থাকে বাজারদর। তাহলে হঠাৎ কেন এই পরিস্থিতি? 

বিক্রেতাদের অনেকেই বলছেন, মণিপুরের ঘটনার প্রভাবেই সবজির বাজার অস্থির হয়ে উঠেছে। অনেকে আবার ভারী বৃষ্টিপাতকেও দায়ী করছেন। 

অন্যদিকে ক্রেতাদের দাবি, পঞ্চায়েতের কারণেই সবজির বাজারে ‘আগুন’। এমতাবস্থায় তড়িঘড়ি বৈঠক ডেকে সমাধানের পথে রাজ্যের টাস্ক ফোর্স। ‘সুফল বাংলা’য় সুলভ মূল্যে মিলবে সবজি, এমনটাই আশ্বাস প্রশাসনের।

কেএ