নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, নিহত ১৫
মঙ্গলবার সকালের দিকে ধুলে জেলার মধ্যপ্রদেশ সীমান্ত লাগোয়া পলাসনার গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে | ছবি: পিটিআই
ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মহারাষ্ট্রের মুম্বাই-আগ্রা মহাসড়কে কয়েকটি যানবাহনে নিয়ন্ত্রণহীন একটি ট্রাকের ধাক্কায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। প্রদেশের ধুলে জেলায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জনের বেশি।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলেছে, মঙ্গলবার সকালের দিকে ধুলে জেলার মধ্যপ্রদেশ সীমান্ত লাগোয়া পলাসনার গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুম্বাই-আগ্রা মহাসড়কের একটি মোড়ে বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষা করছেন অনেক মানুষ। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা ট্রাকটি একটি সাদা গাড়িকে ধাক্কা মারে।
দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি উল্টে গিয়ে আঘাত হানে আরও কয়েকটি গাড়িতে। ওই সময় বাসস্ট্যান্ডে অপেক্ষারত লোকজনের ওপর আঘাত হানে সাদা গাড়িটি। এতে ঘটনাস্থলেই ১৫ জনের প্রাণহানি ঘটে।
বিজ্ঞাপন
— Press Trust of India (@PTI_News) July 4, 2023
পুলিশ বলছে, একটি ময়লাবাহী ট্রাক মহাসড়কের মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তায় একটি মোটরসাইকেল ও কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। এরপর বাসস্ট্যান্ডে লোকজনের বসার জায়গায় সজোরে আঘাত হানে। এ সময় সেখানে অনেক মানুষ উপস্থিত ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনায় ১৫ জন নিহত ও আরও ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে পুলিশ ও উদ্ধারকারী দলকে ধুলে জেলায় পাঠানো হয়েছে। আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: পিটিআই।
এসএস