মণিপুরের পর ভারতের মেঘালয়েও শুরু হয়েছে জাতিগত সহিংসতা। বৃহস্পতিবার রাত থেকে দুটি জাতিগোষ্ঠীর কয়েক দফা সংঘর্ষ হয়েছে। হামলা হয়েছে থানাতেও।
 
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে- মেঘালয়ের একটি গ্রামে দু’পক্ষের বাগবিতণ্ডা থেকে সহিংসতা শুরু হয়। হামলা হয় একাধিক বাড়িতে। দু’পক্ষই অভিযোগ জানাতে হাজির হয় থানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়। আগুন ধরানো হয় থানা চত্বরে রাখা একাধিক গাড়িতে।
 
উত্তেজিত জনতা শুক্রবার সকালে থানাতেও আগুন ধরানোর চেষ্টা করে। 

পূর্ব খাসি পাহাড়ের বাসিন্দা খাসি জনগোষ্ঠীর একাংশের অভিযোগ- বহিরাগতরা এসে অবৈধভাবে তাদের জমিতে বসবাস করছে। কয়েক মাস আগেও একবার এমন জাতিগত সহিংসতা হয়েছে মেঘালয়ে।  

এনএফ