বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির লাইসেন্স বাতিল হয়েছে সিরিয়ায়। মধ্যপ্রাচ্যের এই দেশটির তথ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘পেশাদারিত্ব ও নিরপেক্ষতাকে পাশ কাটিয়ে পক্ষপাতদুষ্ট ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করার কারণে সিরিয়ায় এই  ব্রডকাস্টার সংবাদমাধ্যমটির অনুমোদন বাতিল করা হয়েছে। বিবিসির সিরিয়া শাখায় যেসব সংবাদকর্মী ও আলোকচিত্রী রয়েছেন, তাদের অ্যাক্রিডিয়েশনও আর কার্যকর থাকবে না।’

বিবিসির প্রতি অভিযোগ করে বিবৃতিতে বলা হয়, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে এমন সব সংবাদ প্রকাশ করেছে বিবিসি, যেসবের সঙ্গে দেশটির বাস্তব পরিস্থিতির কোনো সাদৃশ্য নেই।

তবে সিরীয় সরকারের এই অভিযোগ অস্বীকার করেছে বিবিসি কর্তৃপক্ষ। বিবিসির মূল কার্যালয় লন্ডন শাখার এক মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে জানান, ‘মধ্যপ্রাচ্যে বিবিসির আরবি বিভাগ বিবিসি অ্যারাবিক সংবাদ পরিষেবা দিয়ে থাকে। আমরা জোর দিয়ে বলছি, বিবিসি অ্যারাবিক এ পর্যন্ত এমন কোনো সংবাদ পরিবেশন করেনি যা, তার পেশাদারিত্ব ও নিরপেক্ষতার মানের পরিপন্থী।’

এসএমডব্লিউ