ভিডিও কলে পর্ন চালু করে মন্ত্রীকে ফাঁদে ফেলার চেষ্টা, গ্রেপ্তার ২
প্রতীকী ছবি
ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও জলশক্তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলকে দেওয়া ভিডিও কলে পর্ন চালু করে যৌনতার প্রলোভন দেখানোর অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ওই দুই যুবককে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয় বলে দিল্লি পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী. গত জুনে হোয়াটসঅ্যাপে একটি ভিডিও কল পান দেশটির খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও জলশক্তি প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। ওই সময় ভিডিও কলে পর্ন ভিডিও চালু করেন অপর প্রান্তে থাকা ব্যক্তি। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে কলটি কেটে দেন মন্ত্রী।
বিজ্ঞাপন
পরবর্তীতে হোয়াটসঅ্যাপ কলে মন্ত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দেন ওই ব্যক্তি।
পুলিশ বলছে, অজ্ঞাতনামা দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মন্ত্রী। এই ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ ওয়াকিল ও মোহাম্মদ সাহিব নামে দুই যুবককে রাজস্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রীকে হোয়াটসঅ্যাপ কলে ব্ল্যাকমেইল করার চেষ্টার সাথে জড়িত অন্যান্যদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, দিল্লি পুলিশের অপরাধ শাখা মন্ত্রীর এই অভিযোগের তদন্ত করছে।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।
এসএস