দীর্ঘ দেড় যুগের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার

দীর্ঘ দেড় যুগের সংসার জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার। তাদের আকস্মিক এই ঘোষণায় বিশ্বজুড়ে অনেকে বিস্মিত হয়েছেন।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজ নিজ অ্যাকাউন্ট থেকে জাস্টিন ও সোফির বিচ্ছেদের এই ঘোষণা বিশ্ব গণমাধ্যমে শিরোনাম তৈরি করেছে। কানাডীয় এই দম্পতির বিচ্ছেদের খবরে বিশ্বজুড়ে অনেকে সহানুভূতি প্রকাশ করেছেন।

ইনস্টাগ্রামে ট্রুডো লিখেছেন, ‘অর্থবহ ও কঠিন আলোচনার পর তারা বিচ্ছেদের এই সিদ্ধান্ত নিয়েছেন। বিচ্ছেদেরে পরও তারা ঘনিষ্ঠ পরিবারের মতো থাকবেন, যার ভিত্তি হবে ভালোবাসা ও সম্মান।’

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো ও সোফির দাম্পত্যজীবন বিশ্বের অনেক মানুষের কাছে অনুকরণীয় দৃষ্টান্ত ছিল। যে কারণে তাদের বিচ্ছেদের অপ্রত্যাশিত ঘোষণায় অবাক হয়েছেন অনেকে। তাদের দাম্পত্যজীবনের কিছু মুহূর্ত ছবিতে তুলে ধরেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

কানাডার প্রয়াত প্রধানমন্ত্রী পিয়েরে ইলিয়ট ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ার মন্ট্রিয়লে তাদের বিয়ের অনুষ্ঠানের পর বাবার ১৯৫৯ সিরিজের মার্সিডিজ ৩০০এসএল গাড়ি চালিয়ে যাওয়ার সময় হাত নেড়ে শুভেচ্ছা জানান অতিথিদের। মন্ট্রিয়ল, ২৮ মে ২০০৫।
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কুইবেকের মন্ট্রিয়লে নির্বাচনের নাইট পার্টিতে স্ত্রী সোফি গ্রেগোয়ারকে চুম্বন করেন। ২১ সেপ্টেম্বর, ২০২১।
 ভারতের আগ্রায় তাজমহলের সামনে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো, তাদের মেয়ে এলা গ্রেস এবং ছেলে হ্যাড্রিয়ান ও জেভিয়ার। ১৮ ফেব্রুয়ারি, ২০১৮

 

কানাডার অটোয়াতে রিডো কটেজে স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো ও সন্তানদের সাথে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনকে অভ্যর্থনা জানান ট্রুডো। ২৩ মার্চ, ২০২৩।
কুইবেকের লা মালবাইয়ের শার্লেভয়েক্স শহরে জি-৭ শীর্ষ সম্মেলনে সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানান জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার। ৮ জুন, ২০১৮।
স্ত্রী সোফি গ্রেগোয়ার ও মেয়ে এলা-গ্রেসকে নিয়ে চীনের বেইজিংয়ের উত্তরে বাদালিংয়ে মহাপ্রাচীর পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ১ সেপ্টেম্বর, ২০১৬।
অটোয়াতে পার্লামেন্টে ভাষণ দেওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফির সাথে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার খুনসুটি। ২৯ জুন, ২০১৬।
অন্টারিতে নির্বাচনী প্রচারণা শেষে স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় যান ট্রুডো। ১৪ অক্টোবর ২০১৯।
ভিক্টোরিয়ায় বৈটক শুরুর আগে ব্রিটিশ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ ক্যাথেরিনের সঙ্গে ছবি তোলেন ট্রুডো ও সোফি। ২৪ সেপ্টেম্বর, ২০১৬।

 

মন্ট্রিয়লে এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার অবসানের লক্ষ্যে আয়োজিত গ্লোবাল সিটিজেন কনসার্টে ট্রুডো ও সোফি। ১৭ সেপ্টেম্বর, ২০১৬।
অটোয়ার একটি ফার্মেসিতে অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেন ট্রুডো। এ সময় পাশে ছিলেন তার স্ত্রী সোফি। ২৩ এপ্রিল, ২০২১।
অন্টারিওর টিলবারিতে নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় রেস্তোরাঁয় যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি। ১৪ অক্টোবর, ২০১৯।
ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভারের বিমানবন্দরে বিমানের ফটকে দাঁড়িয়ে হাত নাড়ছেন জাস্টিন ট্রুডো ও সোফি। ১২ অক্টোবর, ২০১৯।
গভর্নর জেনারেল জুলি পেয়েটকে পার্লামেন্ট ভেঙে দিতে এবং কানাডার ফেডারেল নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য অটোয়াতে যান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডো। ১১ সেপ্টেম্বর ২০১৯।
হোয়াইট হাউসে নাফটা বাণিজ্য চুক্তি নিয়ে নেতাদের সাথে বৈঠকের আগে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ওভাল অফিসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোকে স্বাগত জানান। ১১ অক্টোবর, ২০১৭।

২০০৫ সালে কানাডার মন্ট্রিয়লে বিয়ে করেন জাস্টিন ট্রুডো এবং সোফি গ্রেগোয়ার। তবে ২০০২ সালে সোফিকে প্রথমবারের মতো দেখেছিলেন ট্রুডো। এরপর ২০০৩ সালে তারা দেখা করা শুরু করেন। সোফি তখন ছিলেন একজন টিভি প্রেজেন্টার। এছাড়া তখন মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যারিটিও করতেন তিনি।

২০১৫ সালে জাস্টিন ট্রুডো কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এই দম্পতি ভোগ ম্যাগাজিনে একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে ট্রুডো বলেছিলেন, সোফি গ্রেগরির সঙ্গে তিনি যখন প্রথম দেখা করেছিলেন, তখন বলেছিলেন, ‘আমার বয়স ৩১ বছর এবং আমি ৩১ বছর যাবৎ তোমার জন্য অপেক্ষা করছি।’

এসএস