ইংলিশ চ্যানেলে নৌকাডুবিতে ৬ অভিবাসীর মৃত্যু
ডুুবে যাওয়া নৌকা থেকে অভিবাসীদের উদ্ধারে অভিযানে নামেন উদ্ধারকারীরা
ফ্রান্স থেকে ব্রিটিশ উপকূলে আসার সময় ইংলিশ চ্যানেলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। শনিবার (১২ আগস্ট) এ নৌ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অপরদিকে ডুবে যাওয়া নৌকা থেকে ৫০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।
ফ্রান্সের সানগেত্তে শহরের মেয়র ফ্রাঙ্ক দেশন বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, শনিবার ভোর ৬টায় বিশাল উদ্ধার অভিযান শুরু করেন তারা। ওই সময় একইসঙ্গে শরণার্থীবাহী কয়েক ডজন নৌকা ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করে।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, ‘এসব নৌকার কয়েকটি মারাত্মক অসুবিধার মধ্যে পড়ে। উদ্ধারকারীরা দুর্ভাগ্যবশত উপকূলীয় শহর সেনেগাত্তের কাছে মরদেহ পায়।’
ফ্রান্সের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা দ্য মেরিটাইম প্রিফ্রেকচার ৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা আরও জানিয়েছে, সেখানে বড় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন>>> তিউনিসিয়া থেকে বিতাড়িত ২৭ অভিবাসীর মরদেহ মিলল মরুভূমিতে
ফ্রান্স ও ব্রিটেনকে বিভক্ত করা ইংলিশ চ্যানেল বিশ্বের অন্যতম ব্যস্ততম নৌ রুট। আর এ কারণে এখানে ছোট নৌকা দিয়ে পারাপারের বিষয়টি বেশ ঝুঁকিপূর্ণ।
মানবপাচারকারীরা শরণার্থীদের এসব ছোট নৌকায় তুলে দেন। মাঝে মাঝে এসব নৌকা সমুদ্রের বিশাল ঢেউয়ের মুখে পড়ে।
একজন উদ্ধারকারী রয়টার্সকে জানিয়েছেন, তারা যখন উদ্ধারে যান তখন দেখতে পান ডুবে যাওয়া নৌকাতে অনেক মানুষ ছিলেন। তাদের মধ্যে ৫৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়।
ফ্রান্স থেকে একসঙ্গে এতগুলো নৌকা ছাড়ার পর সেগুলোর যাত্রীদের উদ্ধারে ব্রিটিশ কোস্টগার্ডও কাজ করে।
ব্রিটিশ সরকারের তথ্য অনুযায়ী, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত ১ লাখেরও বেশি অভিবাসী ব্রিটেনে প্রবেশের চেষ্টা করেছেন। এরমধ্যে এ বছরই ১৬ হাজার জন এমন ঝুঁকিপূর্ণ সমুদ্র যাত্রায় অংশ নিয়েছিলেন।
সূত্র: রয়টার্স
এমটিআই