করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তিন দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে ইউরোপের দেশ ইতালি। সাম্প্রতিক সময়ে রেকর্ড সংখ্যক সংক্রমণের পর দেশটি এই সিদ্ধান্ত নেয় বলে শনিবার (৩ এপ্রিল) জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইতালি বর্তমানে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ বা থার্ড ওয়েভ মোকাবিলা করছে। দেশটিতে প্রতিদিনই ২০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছে। যার কারণে দেশটির সকল অঞ্চলই ‘রেড জোন’ ঘোষণা করে সর্বোচ্চ পর্যায়ের বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বিবিসি জানিয়েছে, দেশটিতে অপ্রয়োজনীয় চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে মানুষ দুইজনকে সঙ্গে নিয়ে বাড়িতেই ইস্টারের খাবার খেতে পারবেন। চার্চগুলো খোলা থাকলেও মানুষকে নিজ নিজ এলাকায় প্রার্থনা করতে বা সেবা নিতে বলা হয়েছে।

ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ১০ হাজার ৩২৮ জন মারা গেছেন। এছাড়া প্রায় ৩৬ লাখ মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সূত্র: বিবিসি

টিএম