পোষা কুকুরের লড়াই নিয়ে বিবাদ-গোলাগুলি, প্রাণ গেল দুজনের
রাস্তায় হেঁটে যাওয়ার সময় লড়াইয়ে লিপ্ত হয় দুই পোষা কুকুর। আর সেই কুকুরে-কুকুরের লড়াইয়ের বিষয়টি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েন তাদের মালিকরা। এরপর ঘটে গোলাগুলি। আর এই গুলিতে অন্তত ২ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভারতের ইন্দোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে রাজপাল সিং রাজাওয়াত এবং বিমল আচালা নামের দুই ব্যক্তি তাদের পোষা কুকুর নিয়ে রাস্তায় বের হন। এ সময় অবলা পোষা কুকুরগুলো লড়াইয়ে জড়ায়। এ নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন তারা দুজন।
আর তর্কের এক পর্যায়ে রাজপাল সিং তার বাড়ির ভেতর গিয়ে নিজের ১২-বোর রাইফেল নিয়ে এসে বাড়ির বাড়ান্দা থেকে বিমল আচালাকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করেন। এতে গুলিবৃদ্ধ হয়ে বিমল ও অপর এক পথচারী নিহত হন। এছাড়া গুলিবৃদ্ধ হন আরও ৬ জন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
রাজপাল সিং পেশায় ব্যাংকের একজন নিরাপত্তারক্ষী ছিলেন। অপরদিকে নিহত বিমল একটি স্যালুনের মালিক ছিলেন।
রাজপালের গুলি করার সেই দৃশ্য কেউ একজন মোবাইলে ধারণ করেন। ওই ভিডিওতে আতঙ্কিত সাধারণ মানুষের চিৎকার-চেঁচামেচি শোনা যাচ্ছিল। ভিডিওতে দেখা যায়, রাজপাল প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়েন। এরপর মানুষের শরীর লক্ষ্য করে গুলি করেন তিনি।
এ ঘটনার পর রাজপাল, তার ছেলে সুধির ও অপর এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রাজপাল গালিওয়েরর বাসিন্দা। ১২-বোর রাইফেল থাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠান তাকে নিরাপত্তারক্ষী হিসেবে নিয়োগ দিয়েছিল।
সূত্র: এনডিটিভি
এমটিআই